নির্যাতনের শিকার আ.লীগ সমর্থকের বাড়িতে রিজভী, ওসিকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন

নাটোর প্রতিনিধি 
Thumbnail image
উজ্জ্বলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বলকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তিনি এই নির্দেশ দেন।

আজ রোববার উপজেলার বনপাড়ায় পৌরসভার কালিকাপুর শশ্বানঘাট এলাকার আহত উজ্জ্বল কুমারের বাড়িতে যান বিএনপির এই নেতা। সেখানে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ওসিকে নির্দেশনার বিষয়টি আহতের স্বজনদের জানান।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘বড়াইগ্রামে যে ছেলেকে নির্যাতন করা হয়েছে, তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠনের নেতা ছিলেন। কিন্ত তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনী কাজ। এটা উচিত হয়নি। আমি থানার ওসিকে বলে এসেছি, যে যারা ছেলেটাকে আঘাত করেছে তাদের আমি ঢাকা পৌঁছানোর আগে যেন গ্রেপ্তার করা হয়।’

পরে বিকেলে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি।

সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের সব মত ও পথের মানুষের ন্যায় বিচারের অধিকার নিশ্চিত চায় বিএনপি। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাই আর কেউ যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয়।

রিজভী বলেন, ‘বিএনপির নেতা কর্মীদের আইন হাতে তুলে না নিয়ে সংযত হতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে অপরাধীকে তুলে দেবে বিএনপির কর্মীরা। দলের অনেক নেতা কর্মীকে এই নির্দেশ অমান্য করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আমরা তো সেই দল না, যারা অন্যায়কে প্রশ্রয় দেব। দলের কেউ ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি করবে না।’

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, গত ২০ নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুরে উজ্জ্বল মণ্ডল (২৫) নামের আওয়ামী লীগের এক সমর্থককে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশ থেকে তুলে নিয়ে বাজারে প্রকাশ্যে পেটানো হয়। পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে। তাদের মারপিটে প্রায় অজ্ঞান হয়ে পড়লে ওই অবস্থায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ আদালতে পাঠালে শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে জামিন দেন বিচারক।

উজ্জ্বলকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় আজকের পত্রিকায় ‘‘শুধু আওয়ামী লীগ সমর্থক বলে’ যুবককে বেধড়ক মারধর, তাঁকেই আটক করল পুলিশ’ নামে সংবাদ প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত