ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ কর্মকর্তাকে একযোগে বদলি

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২০: ৫৪
Thumbnail image

দেশে চলমান পরিস্থিতির মাঝে হঠাৎ পাবনার ভাঙ্গুড়া থানার ওসিসহ আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে কেন একসঙ্গে একই থানার আটজন কর্মকর্তাকে বদলি করা হলো, এর কারণ জানাতে পারেননি পুলিশ সুপার (এসপি)। 

গত ৩০ জুলাই বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (গ্রেড–১) অ্যাডমিনিস্ট্রেশন কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়। 

বদলি হওয়া আট কর্মকর্তা হলেন ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ডিএসবির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই মোত্তালেব, উপপরিদর্শক (এসআই) আকরামু ইসলাম, উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আজাবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হামজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সায়েদুল ইসলাম। 

এর মধ্যে ওসি নাজমুল হককে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর বাকি সাতজনকে সিলেট, বান্দরবান ও রাঙামাটিতে বদলি করা হয়েছে। বদলির আদেশে কত দিনের মধ্যে তাঁদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে, তা উল্লেখ করা হয়নি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘১ আগস্ট বদলির আদেশ পেয়েছি। তবে কেন, কী কারণে বদলি করা হয়েছে সে বিষয়ে কিছু বুঝতে পারছি না।’ 

এ বিষয়ে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার (এসপি) আব্দুল আহাদ জানান, পুলিশ সদর দপ্তর থেকে এ–সংক্রান্ত নথি এসেছে। তবে কী কারণে বদলি করা হয়েছে তা তিনি জানেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত