গনেশ দাস, বগুড়া
একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রায় ২ লাখ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাত্র ২ হাজার ৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি।
এত কম ভোট পাওয়া প্রসঙ্গে রেজাউল করিম বাবলু বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে আমি বিএনপির সমর্থন পেয়ে তাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম। এবারও গাবতলী উপজেলা বিএনপির এক নেতার আশ্বাসে প্রার্থী হয়েছিলাম। সেই নেতা এবার আমার সঙ্গে প্রতারণা করেছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে সেই নেতার মুখোশ উন্মোচন করব।’
বাবলু আরও বলেন, ‘নির্বাচনে পরাজিত হলেও আমার লোকসান হয়নি। ঘোড়া যে দামে কিনেছিলাম, সেই দামেই বিক্রি করেছি। মাঝে চাবুকটাই আমার লাভ। এতে লোকসান হয়েছে বিএনপির। এই আসনে নৌকার বিজয়ের মধ্য দিয়ে বিএনপির কফিনে শেষ পেরেক বসিয়ে দিল আওয়ামী লীগ।’
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ জনকেই তাঁদের জামানত হারাতে হয়েছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম হেলাল বলেন, ‘২০১৮ সালে বিএনপি ভোট বর্জন করেনি। দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার কারণে রেজাউল করিম বাবলুকে সমর্থন দেওয়া হয়েছিল। কিন্তু এবার বিএনপি ভোট বর্জন করেছে, যার কারণে কোনো প্রার্থীকে আশ্বাস দেওয়ার প্রশ্নই ওঠে না। রেজাউল করিম বাবলু কোন নেতার আশ্বাসে বিএনপির ভোট প্রত্যাশা করেছিলেন, সেটি তাঁর পরিষ্কার করে বলা উচিত।’
একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রায় ২ লাখ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাত্র ২ হাজার ৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি।
এত কম ভোট পাওয়া প্রসঙ্গে রেজাউল করিম বাবলু বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে আমি বিএনপির সমর্থন পেয়ে তাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম। এবারও গাবতলী উপজেলা বিএনপির এক নেতার আশ্বাসে প্রার্থী হয়েছিলাম। সেই নেতা এবার আমার সঙ্গে প্রতারণা করেছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে সেই নেতার মুখোশ উন্মোচন করব।’
বাবলু আরও বলেন, ‘নির্বাচনে পরাজিত হলেও আমার লোকসান হয়নি। ঘোড়া যে দামে কিনেছিলাম, সেই দামেই বিক্রি করেছি। মাঝে চাবুকটাই আমার লাভ। এতে লোকসান হয়েছে বিএনপির। এই আসনে নৌকার বিজয়ের মধ্য দিয়ে বিএনপির কফিনে শেষ পেরেক বসিয়ে দিল আওয়ামী লীগ।’
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ জনকেই তাঁদের জামানত হারাতে হয়েছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম হেলাল বলেন, ‘২০১৮ সালে বিএনপি ভোট বর্জন করেনি। দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার কারণে রেজাউল করিম বাবলুকে সমর্থন দেওয়া হয়েছিল। কিন্তু এবার বিএনপি ভোট বর্জন করেছে, যার কারণে কোনো প্রার্থীকে আশ্বাস দেওয়ার প্রশ্নই ওঠে না। রেজাউল করিম বাবলু কোন নেতার আশ্বাসে বিএনপির ভোট প্রত্যাশা করেছিলেন, সেটি তাঁর পরিষ্কার করে বলা উচিত।’
কাপড় পরিষ্কারের জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন দোকানি। এরপর দোকানি চলে গেলে তাঁর বাবা এসেও ওই কিশোরীকে...
৩৪ মিনিট আগেবগুড়া জেলা কারাগারে বন্দী আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৯ মিনিট আগেগতকাল সোমবার রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয়। বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হয় আড়াই মাস বয়সী ওই শিশু। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ওই শিশু সায়ানকে দুই দিন আগে...
১ ঘণ্টা আগে