বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম হজরত আলী (৪৫)। তিনি রংপুর জেলার বাসিন্দা ও গাজীপুর জেলার কাশিমপুরের তাজ এন্টারপ্রাইজ জুট গোডাউনে কর্মচারী। গোডাউনের মালিক মিজানকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, নাটোরের পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় মিজানুর রহমান (৪১) বাণিজ্য মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হলে পুলিশ গাড়ি তল্লাশি করে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।
গোডাউনের মালিক মিজানুর রহমান বলেন, ‘হযরত আলী আমার গোডাউনের কর্মচারী ছিলেন। তার খারাপ আচরণের কারণে গতকাল সোমবার সকালে শাসানোর জন্য বাড়িতে ডেকে নেওয়া হয়। এ সময় তাকে চড়-থাপ্পড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। এর কিছুক্ষণ পর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন হযরত।’
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ‘মরদেহের দুই হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। পিঠের ওপর বোঝাই করা বস্তা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুম করার জন্য মরদেহ নিয়ে ঘোরাফেরা করতে ছিল। মিজানুর রহমান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
নাটোরের বড়াইগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম হজরত আলী (৪৫)। তিনি রংপুর জেলার বাসিন্দা ও গাজীপুর জেলার কাশিমপুরের তাজ এন্টারপ্রাইজ জুট গোডাউনে কর্মচারী। গোডাউনের মালিক মিজানকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, নাটোরের পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় মিজানুর রহমান (৪১) বাণিজ্য মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হলে পুলিশ গাড়ি তল্লাশি করে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।
গোডাউনের মালিক মিজানুর রহমান বলেন, ‘হযরত আলী আমার গোডাউনের কর্মচারী ছিলেন। তার খারাপ আচরণের কারণে গতকাল সোমবার সকালে শাসানোর জন্য বাড়িতে ডেকে নেওয়া হয়। এ সময় তাকে চড়-থাপ্পড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। এর কিছুক্ষণ পর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন হযরত।’
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ‘মরদেহের দুই হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। পিঠের ওপর বোঝাই করা বস্তা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুম করার জন্য মরদেহ নিয়ে ঘোরাফেরা করতে ছিল। মিজানুর রহমান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
ছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
৪ মিনিট আগেদেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
১১ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
১৪ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
৩০ মিনিট আগে