বগুড়া প্রতিনিধি
বগুড়া-ঢাকা রুটের বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। কোরবানি ঈদের ১০ দিন পরেও আসনপ্রতি নন-এসি ১৩০ টাকা ও এসি ক্ষেত্রবিশেষে ৫০০ থেকে ৭০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে আজ রোববার থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা হয়েছে। কিন্তু টিকিট কাউন্টার থেকে বলা হচ্ছে কবে নাগাদ ভাড়া কমানো হবে সে বিষয়ে তারা কোনো নির্দেশনা পায়নি। আর জেলা প্রশাসন বলছে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বগুড়া শহরের ঠনঠনিয়া ঢাকা বাস টার্মিনাল ও শহরের সাতমাথায় ঢাকাগামী বাসের টিকিট কাউন্টার ঘুরে অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র দেখা গেছে।
বগুড়া থেকে ঢাকার দূরত্ব ২২০ কিলোমিটার। পরিবহন মালিক সমিতি বগুড়া থেকে ঢাকার ভাড়া নির্ধারণ করা আছে নন-এসি ৫৫০ টাকা। এ ছাড়া এসি নরমাল বাসের ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা নেওয়া হয়। প্রতি বছর দুই ঈদ উপলক্ষে নন-এসিতে ভাড়া বাড়িয়ে ৬৮০ টাকা আদায় করা হয়। তবে ঈদের পরদিন থেকে সাত দিন পর্যন্ত চলে অতিরিক্ত ভাড়া আদায়। তবে এবার ১০ দিন পার হয়ে গেলেও বগুড়া থেকে ঢাকার ভাড়া আদায় করা হচ্ছে নন-এসি ৬৮০ টাকা, এসি ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
বগুড়া শহরের সাতমাথায় শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার রেজাউল করিম রিবন বলেন, ‘আমরা ভাড়া কমানোর কোনো নির্দেশনা পাইনি। এ কারণে নন-এসি ৬৮০ টাকা করে ঢাকার টিকিট বিক্রি করা হচ্ছে। শ্যামলী পরিবহনের (এসপি) ম্যানেজার তপন সরকার বলেন, ১১ তারিখ থেকে ভাড়া কমানো হবে।’
এ ছাড়া এসআর পরিবহন নন-এসি ৬৮০ টাকা, এসি ১ হাজার ২০০ টাকা, মানিক পরিবহন এসি ১ হাজার ৮০০ টাকা, হানিফ পরিবহন নন-এসি ৬৮০ টাকা, একতা পরিবহন ৬৮০ টাকা করে বগুড়া থেকে ঢাকার টিকিট বিক্রি করছে। হানিফ পরিবহনের কাউন্টার থেকে ঢাকার টিকিট ৬৮০ টাকা বিক্রি করার কথা বলা হলেও ম্যানেজার রেজাউল ইসলাম ফোনে বলেন ভাড়া কমানো হয়েছে।
বগুড়ার ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রী আব্দুস সবুর, ইমান আলী আবু জাকারিয়া বলেন, ‘প্রতিটা কাউন্টারে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের হয়রানি করা হচ্ছে। ৬৮০ টাকা করে টিকিটের দাম নেওয়ার কারণ জনতে চাইলে পরিবহনের লোকজন দুর্ব্যবহার করে। কর্মস্থলে যেতে হবে তাই সবকিছু মেনে নিয়ে অতিরিক্ত ভাড়ায় ঢাকা যেতে হচ্ছে।’
বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক আজকের পত্রিকাকে বলেন, ঈদের পর ঢাকাগামী যাত্রীদের চাপ বেশি থেকে। কিন্তু ঢাকা থেকে বাস বগুড়া ফেরার সময় ফাঁকা আসে। এ কারণে খরচ পোষাতে ঢাকা যাওয়ার ভাড়া এক সপ্তাহ বাড়ানো হয়। বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীদের কাছে থেকে আজ আগের ৫৫০ টাকা ভাড়া নেওয়ার কথা।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) পলাশ চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে যাত্রীদের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। তারপরেও অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়া-ঢাকা রুটের বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। কোরবানি ঈদের ১০ দিন পরেও আসনপ্রতি নন-এসি ১৩০ টাকা ও এসি ক্ষেত্রবিশেষে ৫০০ থেকে ৭০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে আজ রোববার থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা হয়েছে। কিন্তু টিকিট কাউন্টার থেকে বলা হচ্ছে কবে নাগাদ ভাড়া কমানো হবে সে বিষয়ে তারা কোনো নির্দেশনা পায়নি। আর জেলা প্রশাসন বলছে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বগুড়া শহরের ঠনঠনিয়া ঢাকা বাস টার্মিনাল ও শহরের সাতমাথায় ঢাকাগামী বাসের টিকিট কাউন্টার ঘুরে অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র দেখা গেছে।
বগুড়া থেকে ঢাকার দূরত্ব ২২০ কিলোমিটার। পরিবহন মালিক সমিতি বগুড়া থেকে ঢাকার ভাড়া নির্ধারণ করা আছে নন-এসি ৫৫০ টাকা। এ ছাড়া এসি নরমাল বাসের ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা নেওয়া হয়। প্রতি বছর দুই ঈদ উপলক্ষে নন-এসিতে ভাড়া বাড়িয়ে ৬৮০ টাকা আদায় করা হয়। তবে ঈদের পরদিন থেকে সাত দিন পর্যন্ত চলে অতিরিক্ত ভাড়া আদায়। তবে এবার ১০ দিন পার হয়ে গেলেও বগুড়া থেকে ঢাকার ভাড়া আদায় করা হচ্ছে নন-এসি ৬৮০ টাকা, এসি ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
বগুড়া শহরের সাতমাথায় শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার রেজাউল করিম রিবন বলেন, ‘আমরা ভাড়া কমানোর কোনো নির্দেশনা পাইনি। এ কারণে নন-এসি ৬৮০ টাকা করে ঢাকার টিকিট বিক্রি করা হচ্ছে। শ্যামলী পরিবহনের (এসপি) ম্যানেজার তপন সরকার বলেন, ১১ তারিখ থেকে ভাড়া কমানো হবে।’
এ ছাড়া এসআর পরিবহন নন-এসি ৬৮০ টাকা, এসি ১ হাজার ২০০ টাকা, মানিক পরিবহন এসি ১ হাজার ৮০০ টাকা, হানিফ পরিবহন নন-এসি ৬৮০ টাকা, একতা পরিবহন ৬৮০ টাকা করে বগুড়া থেকে ঢাকার টিকিট বিক্রি করছে। হানিফ পরিবহনের কাউন্টার থেকে ঢাকার টিকিট ৬৮০ টাকা বিক্রি করার কথা বলা হলেও ম্যানেজার রেজাউল ইসলাম ফোনে বলেন ভাড়া কমানো হয়েছে।
বগুড়ার ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রী আব্দুস সবুর, ইমান আলী আবু জাকারিয়া বলেন, ‘প্রতিটা কাউন্টারে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের হয়রানি করা হচ্ছে। ৬৮০ টাকা করে টিকিটের দাম নেওয়ার কারণ জনতে চাইলে পরিবহনের লোকজন দুর্ব্যবহার করে। কর্মস্থলে যেতে হবে তাই সবকিছু মেনে নিয়ে অতিরিক্ত ভাড়ায় ঢাকা যেতে হচ্ছে।’
বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক আজকের পত্রিকাকে বলেন, ঈদের পর ঢাকাগামী যাত্রীদের চাপ বেশি থেকে। কিন্তু ঢাকা থেকে বাস বগুড়া ফেরার সময় ফাঁকা আসে। এ কারণে খরচ পোষাতে ঢাকা যাওয়ার ভাড়া এক সপ্তাহ বাড়ানো হয়। বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীদের কাছে থেকে আজ আগের ৫৫০ টাকা ভাড়া নেওয়ার কথা।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) পলাশ চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে যাত্রীদের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। তারপরেও অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৬ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৭ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১৯ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২০ মিনিট আগে