বগুড়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৪: ২৮
Thumbnail image
শহিদুল ইসলাম রতন। ছবি: সংগৃহীত

বগুড়া জেলা কারাগারে বন্দী শহিদুল ইসলাম রতন (৬০) নামের এক আওয়ামী লীগ নেতা চিকিসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। নাশকতা মামলার আসামি হিসেবে এক মাস ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন।

শহিদুল ইসলাম রতন বগুড়া শহরের গোদারপাড়া দক্ষিণপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, শহিদুল ইসলাম রতন আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। গতকাল বিকেলেও তাঁকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। রাত ২টার দিকে তিনি মারা যান। এক মাস আগে নাশকতার মামলায় গ্রেপ্তার হন তিনি। এর পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়ে এসেছেন।

জেল সুপার আরও বলেন, আজ সকালে তাঁর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত