বগুড়া প্রতিনিধি
বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে মিলন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত ১১টার দিকে মাটিডালি বাইপাস মহাসড়কের কালিবালা এলাকায় এ ঘটনা ঘটে। মিলন গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে। তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। আর আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শজিমেক হাসপাতালের (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে সৌরভ পরিবহনের একটি বাস গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিল। রাত ১১টার দিকে বগুড়া শহরের মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
দুর্ঘটনাকবলিত ওই বাসের যাত্রী আব্দুর রশিদ জানান, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিলেন। গাইবান্ধা থেকে নাফু পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের বাসটি পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে নাফু পরিবহনের বাসটিকে ওভারটেক করতে গেলে তাঁদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরেই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে মিলন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত ১১টার দিকে মাটিডালি বাইপাস মহাসড়কের কালিবালা এলাকায় এ ঘটনা ঘটে। মিলন গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে। তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। আর আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শজিমেক হাসপাতালের (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে সৌরভ পরিবহনের একটি বাস গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিল। রাত ১১টার দিকে বগুড়া শহরের মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
দুর্ঘটনাকবলিত ওই বাসের যাত্রী আব্দুর রশিদ জানান, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিলেন। গাইবান্ধা থেকে নাফু পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের বাসটি পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে নাফু পরিবহনের বাসটিকে ওভারটেক করতে গেলে তাঁদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরেই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ফরাছত আলী ও সাবেক পরিচালক সরোয়ার জামান চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ...
১১ মিনিট আগেদাউদকান্দিতে অভিযানে খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি আল-মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১৫ মিনিট আগেখুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন।
১৮ মিনিট আগেগোপালগঞ্জে নিয়মিত অভিযান চালাতে গিয়ে জুয়েলারি ব্যবসায়ী কর্তৃক হামলা ও মারধরের শিকার হন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চার কর্মকর্তা ও কর্মচারী। এ ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সব জুয়েলারি দোকান।
১৮ মিনিট আগে