Ajker Patrika

বগুড়ায় বাস উল্টে নিহত ১ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ২৭
বগুড়ায় বাস উল্টে নিহত ১ 

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে মিলন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত ১১টার দিকে মাটিডালি বাইপাস মহাসড়কের কালিবালা এলাকায় এ ঘটনা ঘটে। মিলন গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে। তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। আর আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শজিমেক হাসপাতালের (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে সৌরভ পরিবহনের একটি বাস গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিল। রাত ১১টার দিকে বগুড়া শহরের মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

দুর্ঘটনাকবলিত ওই বাসের যাত্রী আব্দুর রশিদ জানান, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিলেন। গাইবান্ধা থেকে নাফু পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের বাসটি পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে নাফু পরিবহনের বাসটিকে ওভারটেক করতে গেলে তাঁদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরেই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত