Ajker Patrika

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

নওগাঁর সাপাহারের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে মকবুল হোসেন ওরফে সালাহউদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে নো-ম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দীনসহ ৭-৮ জনের একটি ব্যবসায়ীর দল। আজ ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ সীমান্ত পিলারে নো-ম্যান্স ল্যান্ডে তাঁদের লক্ষ করে গুলি চালান পান্নাপুর-৬৯ বিএসএফের সদস্যরা। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও সালাউদ্দীন নিহত হন। সকালে স্থানীয়রা সীমান্তের কাঁটাতার থেকে ২০-২৫ মিটার দূরে ভারতীয় সীমান্ত এলাকায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। 

 ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন, মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁর সীমান্তে একজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয় এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। 

লে. কর্নেল আরও বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশি হলে মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত