বগুড়ায় নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৫: ১৯
Thumbnail image

বগুড়ার শেরপুরে নিজের ঘরেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বদিউজ্জামান প্রামাণিক (৬০)। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বদিউজ্জামান তাঁর ঘরে একাই থাকতেন। বৃহস্পতিবার ভোরে তাঁরা যখন আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন, ততক্ষণে ঘরটি প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফায়ার সার্ভিস এসে বদিউজ্জামানের লাশ উদ্ধার করে। 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নাদির হোসেন বলেন, ‘আমরা ভোর সাড়ে ৫টায় সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। এর আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা জানতে পেরেছি, বদিউজ্জামান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি গ্যাস লাইটারে আলো জ্বালিয়ে রাতে চলাচল করতেন। গাস লাইটার অথবা কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজার রহমান জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত