Ajker Patrika

স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় দৃষ্টি ফিরে পেল শিশু তৌসিন

প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২১, ১৩: ২৩
স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় দৃষ্টি ফিরে পেল শিশু তৌসিন

চৌহালী (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ চৌহালী উপজেলার হাপানিয়া গ্রামের মো. আব্দুল মতিন ও গৃহিণী তাসলিমা বেগমের ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক সন্তান। নাম রাখেন মো. তৌসিন। তৌসিনের বয়স মাত্র ৮ মাস। তার বাবা বই বাধাই এর কাজ করে পরিবার চালান।

সম্প্রতি শিশু তৌসিনের বাম চোখে সমস্যা দেখে তার দরিদ্র বাবা-মা অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে টাঙ্গাইলের দুটি চক্ষু হাসপাতালে নিয়ে যান। উভয় হাসপাতাল হতে বাম চোখের কর্নিয়ার সমস্যার কথা উল্লেখ করে রাজধানীর ফার্মগেট এলাকার ইস্পাহানি আই হসপিটাল পাঠানোর পরামর্শ দেন। কিন্তু করোনায় চাকরি হারানোয় বেকার দরিদ্র বাবার পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না।

তাই উপায় না পেয়ে শিশু সন্তানের জন্য চৌহালীর সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের ছাত্রদের স্বেচ্ছাসেবী সংগঠন `ফ্রেন্ডস ফাউন্ডেশন ফর হিউম্যানিটি' এর কাছে সাহায্যের আবেদন করেন তাঁরা। ফাউন্ডেশন তাঁদের আবেদনে সাড়া দিয়ে প্রয়োজনীয় অর্থ দিয়ে বাচ্চাটাকে ইস্পাহানি হাসপাতালে পাঠায়। ইস্পাহানি হসপিটালের ডাক্তাররা চোখের সানি ও রেটিনার সমস্যা ডায়াগনোসিস করে সানি অপারেশন এবং পরবর্তীতে অবজারভেশনে রাখার পরামর্শ দেন।

পরবর্তীতে ফাউন্ডেশন বাচ্চাটিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটালে পাঠায়। সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শেষে অপারেশনের সিদ্ধান্ত নেন। অবশেষে ফাউন্ডেশনের সহায়তায় গত ৬ জুন বাচ্চাটির অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়। বাচ্চাটির অপারেশনের যাবতীয় ব্যয় বহন করে ফাউন্ডেশনের ডোনাররা। বর্তমানে বাচ্চাটি সুস্থ আছে।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর হতে ফাউন্ডেশনটি চৌহালী উপজেলার অসহায় দরিদ্র মানুষদের চিকিৎসা সহায়তা, শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় টিউবওয়েল স্থাপন সহ সামাজিক কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবানরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলে ফাউন্ডেশনটি আরও বৃহৎ আঙ্গিকে সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে মনে করেন ফাউন্ডেশনের সভাপতি মো. আবদুর রহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত