সিরাজগঞ্জ প্রতিনিধি
ঈদুল আজহার গরুর হাটকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বসতঘরে তৈরি হচ্ছিল জাল টাকা। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রাম থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সামিউল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার সামিউল জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি চক্র অনেক দিন ধরে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই খবরে গতকাল রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা তৈরি চক্রের সদস্য ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বসতবাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জাল টাকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সামিউল। তিনি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে নিজের বসতবাড়িতে তৈরি করা জাল টাকা সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এজেন্টের মাধ্যমে সরবরাহ করতেন ফরিদুল। বিশেষ করে ঈদুল-আজহা উপলক্ষে গরুর হাটকে কেন্দ্র করে দুই কোটি জাল টাকা তৈরির পরিকল্পনা ছিল তাঁর। ফরিদুলের বিরুদ্ধে আজ সকালে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
ঈদুল আজহার গরুর হাটকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বসতঘরে তৈরি হচ্ছিল জাল টাকা। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রাম থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সামিউল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার সামিউল জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি চক্র অনেক দিন ধরে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই খবরে গতকাল রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা তৈরি চক্রের সদস্য ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বসতবাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জাল টাকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সামিউল। তিনি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে নিজের বসতবাড়িতে তৈরি করা জাল টাকা সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এজেন্টের মাধ্যমে সরবরাহ করতেন ফরিদুল। বিশেষ করে ঈদুল-আজহা উপলক্ষে গরুর হাটকে কেন্দ্র করে দুই কোটি জাল টাকা তৈরির পরিকল্পনা ছিল তাঁর। ফরিদুলের বিরুদ্ধে আজ সকালে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৩ মিনিট আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
১৯ মিনিট আগেকুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
৩৩ মিনিট আগে