সিরাজগঞ্জ প্রতিনিধি
ঈদুল আজহার গরুর হাটকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বসতঘরে তৈরি হচ্ছিল জাল টাকা। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রাম থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সামিউল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার সামিউল জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি চক্র অনেক দিন ধরে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই খবরে গতকাল রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা তৈরি চক্রের সদস্য ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বসতবাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জাল টাকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সামিউল। তিনি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে নিজের বসতবাড়িতে তৈরি করা জাল টাকা সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এজেন্টের মাধ্যমে সরবরাহ করতেন ফরিদুল। বিশেষ করে ঈদুল-আজহা উপলক্ষে গরুর হাটকে কেন্দ্র করে দুই কোটি জাল টাকা তৈরির পরিকল্পনা ছিল তাঁর। ফরিদুলের বিরুদ্ধে আজ সকালে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
ঈদুল আজহার গরুর হাটকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বসতঘরে তৈরি হচ্ছিল জাল টাকা। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রাম থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সামিউল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার সামিউল জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি চক্র অনেক দিন ধরে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই খবরে গতকাল রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা তৈরি চক্রের সদস্য ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বসতবাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জাল টাকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সামিউল। তিনি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে নিজের বসতবাড়িতে তৈরি করা জাল টাকা সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এজেন্টের মাধ্যমে সরবরাহ করতেন ফরিদুল। বিশেষ করে ঈদুল-আজহা উপলক্ষে গরুর হাটকে কেন্দ্র করে দুই কোটি জাল টাকা তৈরির পরিকল্পনা ছিল তাঁর। ফরিদুলের বিরুদ্ধে আজ সকালে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৬ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৭ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৭ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৭ ঘণ্টা আগে