সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়।
আজ সোমবার বেলা ১২টার দিকে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন।
মামলাটি আদেশের জন্য অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দ্রুত বিচার আদালতের পেশকার মিজানুর রহমান।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবু।
মামলায় উল্লেখ করা হয়, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর কামারখন্দে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আসামিরা আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, ছুরি, হকিস্টিক, ইট, পাথরসহ লাঠি-সোঁটা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান।
হামলার সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও পাপিয়াকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়। পরে আসামিদের এলোপাতাড়ি হামলা রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
হামলায় পাঁচটি মোটরসাইকেল, একটি প্রাডো গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এদিকে একই ঘটনায় বিএনপির ২৬ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছেন কামারখন্দ আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়।
আজ সোমবার বেলা ১২টার দিকে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন।
মামলাটি আদেশের জন্য অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দ্রুত বিচার আদালতের পেশকার মিজানুর রহমান।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবু।
মামলায় উল্লেখ করা হয়, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর কামারখন্দে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আসামিরা আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, ছুরি, হকিস্টিক, ইট, পাথরসহ লাঠি-সোঁটা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান।
হামলার সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও পাপিয়াকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়। পরে আসামিদের এলোপাতাড়ি হামলা রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
হামলায় পাঁচটি মোটরসাইকেল, একটি প্রাডো গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এদিকে একই ঘটনায় বিএনপির ২৬ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছেন কামারখন্দ আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
২ ঘণ্টা আগে