মো.সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ)
নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত আর উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এই ধানগুলো তলিয়ে গেছে।
গত বছরের বন্যায় শুধু কৃষি খাতেই ক্ষতি হয়েছিল প্রায় ৩০ কোটি ৫৭ লাখ টাকা। এ ছাড়া উপজেলায় ওই বছরে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়।
কৃষি কর্মকর্তা বলছেন, এবার পানি নেমে গেলে ধানের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু কৃষকেরা বলছেন, পানিতে ডুবে যাওয়া ধান পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে আত্রাই উপজেলায় ৬ হাজার ৯৭০ হেক্টর জমিতে ধান রোপণ করেছেন কৃষকেরা। এর মধ্যে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উপজেলার মনিয়ারী ইউনিয়নের হেঙ্গলকান্দি, মাঝগ্রাম, পৈসাওতা, জগনাথপুর, দমদত্তবাড়ীয়া, নৈদীঘিসহ বেশ কয়েকটি মাঠের রোপণকৃত ধান পানিতে তলে গেছে।
তবে নদীর পানি কমতে থাকায় মাঠের পানিও কিছুটা কমে যাচ্ছে। এতে দ্রুত আক্রান্ত ধানগুলো সেরে ওঠবে বলে আসা কর্মকর্তাদের।
সংশ্লিষ্ট সূত্র মতে, গত বছরের বন্যায় উপজেলায় প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়। এর মধ্যে ১০ হাজার ৮৯৭ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় শুধু মাত্র কৃষি খাতেই প্রায় ৩০ কোটি ৫৭ লাখ টাকার ক্ষতি হয়।
বাহাদুরপুর গ্রামের কৃষক মেছের আলী বলেন, চলতি মৌসুমে ৭ বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। কিন্তু বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। একই গ্রামের কৃষক সাজেদুল ইলামের ৫ বিঘা, আবুল হোসেনের আড়াই বিঘা, হেঙ্গলকান্দি গ্রামের রুবেল চৌদুরীর ২৫ বিঘা জমির ধান পানিতে ডুবে গেছে।
দমদত্তবাড়ীয়া গ্রামের কৃষক খায়রুল খন্দকার আজকের পত্রিকাকে বলেন, তিনি প্রায় ৬০ বিঘা জমিতে ধান রোপণ করেছেন। এর মধ্যে প্রায় ৫০ বিঘা জমি বর্গা নিয়ে ধান রোপণ করেছেন। বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, গত বছরের বন্যায় প্রায় ৪৫ বিঘা জমির ধান পানিতে ডুবে নষ্ট হয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়। তবে পানি নেমে গেলেও ধান পাওয়ার আর আসা দেখছেন না বলে জানান কৃষকেরা। এসব ক্ষতি কাটাতে সরকারের নিকট সহায়তা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিত কুমার আজকের পত্রিকাকে বলেন, বন্যায় উপজেলার নিম্নাঞ্চল প্রায় ১১৯৩ বিঘা জমির ধান পানিতে আক্রান্ত হয়েছে। তিনি দাবি করেন, পানি নেমে গেলে ধান আবারও অনেকটায় স্বাভাবিক হতে পারে। এতে তেমন ক্ষতি হবে না।
নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত আর উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এই ধানগুলো তলিয়ে গেছে।
গত বছরের বন্যায় শুধু কৃষি খাতেই ক্ষতি হয়েছিল প্রায় ৩০ কোটি ৫৭ লাখ টাকা। এ ছাড়া উপজেলায় ওই বছরে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়।
কৃষি কর্মকর্তা বলছেন, এবার পানি নেমে গেলে ধানের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু কৃষকেরা বলছেন, পানিতে ডুবে যাওয়া ধান পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে আত্রাই উপজেলায় ৬ হাজার ৯৭০ হেক্টর জমিতে ধান রোপণ করেছেন কৃষকেরা। এর মধ্যে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উপজেলার মনিয়ারী ইউনিয়নের হেঙ্গলকান্দি, মাঝগ্রাম, পৈসাওতা, জগনাথপুর, দমদত্তবাড়ীয়া, নৈদীঘিসহ বেশ কয়েকটি মাঠের রোপণকৃত ধান পানিতে তলে গেছে।
তবে নদীর পানি কমতে থাকায় মাঠের পানিও কিছুটা কমে যাচ্ছে। এতে দ্রুত আক্রান্ত ধানগুলো সেরে ওঠবে বলে আসা কর্মকর্তাদের।
সংশ্লিষ্ট সূত্র মতে, গত বছরের বন্যায় উপজেলায় প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়। এর মধ্যে ১০ হাজার ৮৯৭ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় শুধু মাত্র কৃষি খাতেই প্রায় ৩০ কোটি ৫৭ লাখ টাকার ক্ষতি হয়।
বাহাদুরপুর গ্রামের কৃষক মেছের আলী বলেন, চলতি মৌসুমে ৭ বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। কিন্তু বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। একই গ্রামের কৃষক সাজেদুল ইলামের ৫ বিঘা, আবুল হোসেনের আড়াই বিঘা, হেঙ্গলকান্দি গ্রামের রুবেল চৌদুরীর ২৫ বিঘা জমির ধান পানিতে ডুবে গেছে।
দমদত্তবাড়ীয়া গ্রামের কৃষক খায়রুল খন্দকার আজকের পত্রিকাকে বলেন, তিনি প্রায় ৬০ বিঘা জমিতে ধান রোপণ করেছেন। এর মধ্যে প্রায় ৫০ বিঘা জমি বর্গা নিয়ে ধান রোপণ করেছেন। বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, গত বছরের বন্যায় প্রায় ৪৫ বিঘা জমির ধান পানিতে ডুবে নষ্ট হয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়। তবে পানি নেমে গেলেও ধান পাওয়ার আর আসা দেখছেন না বলে জানান কৃষকেরা। এসব ক্ষতি কাটাতে সরকারের নিকট সহায়তা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিত কুমার আজকের পত্রিকাকে বলেন, বন্যায় উপজেলার নিম্নাঞ্চল প্রায় ১১৯৩ বিঘা জমির ধান পানিতে আক্রান্ত হয়েছে। তিনি দাবি করেন, পানি নেমে গেলে ধান আবারও অনেকটায় স্বাভাবিক হতে পারে। এতে তেমন ক্ষতি হবে না।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৩ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৪ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৪ ঘণ্টা আগে