বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে হৃদয় আহম্মেদ (৩২) নামের এক ভুয়া শিক্ষককে আটক করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে যোগসূত্র এবং সঙ্গে স্মার্ট ফোন থাকায় ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনাতলা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভিন ওই ভুয়া শিক্ষককে আটক করেন।
আটক হৃদয় আহম্মেদ সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের ছায়েদ মন্ডলের ছেলে।
ইউএনও সাইদা পারভিন জানান, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে সন্দেহজনকভাবে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন বলে জানান। এ সময় তাঁর কাছে থাকা স্মার্ট ফোনে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ দেখা যায়। ওই গ্রুপে শতাধিক পরীক্ষার্থী সদস্য যুক্ত রয়েছে।
ইউএনও আরও জানান, মেসেঞ্জার গ্রুপে ওই পরীক্ষাকেন্দ্রের আরও দুই ছাত্রী সংযুক্ত থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিল। দুই ছাত্রীকে শনাক্ত করে তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়।
পরীক্ষাকেন্দ্রের সচিব মোনারুল ইসলাম জানান, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে হৃদয় আহম্মেদ (৩২) নামের এক ভুয়া শিক্ষককে আটক করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে যোগসূত্র এবং সঙ্গে স্মার্ট ফোন থাকায় ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনাতলা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভিন ওই ভুয়া শিক্ষককে আটক করেন।
আটক হৃদয় আহম্মেদ সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের ছায়েদ মন্ডলের ছেলে।
ইউএনও সাইদা পারভিন জানান, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে সন্দেহজনকভাবে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন বলে জানান। এ সময় তাঁর কাছে থাকা স্মার্ট ফোনে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ দেখা যায়। ওই গ্রুপে শতাধিক পরীক্ষার্থী সদস্য যুক্ত রয়েছে।
ইউএনও আরও জানান, মেসেঞ্জার গ্রুপে ওই পরীক্ষাকেন্দ্রের আরও দুই ছাত্রী সংযুক্ত থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিল। দুই ছাত্রীকে শনাক্ত করে তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়।
পরীক্ষাকেন্দ্রের সচিব মোনারুল ইসলাম জানান, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১০ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
২২ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
২৮ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
৪৩ মিনিট আগে