Ajker Patrika

বগুড়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া শিক্ষক আটক, ২ পরীক্ষার্থী বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ১৭: ৪৪
বগুড়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া শিক্ষক আটক, ২ পরীক্ষার্থী বহিষ্কার

বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে হৃদয় আহম্মেদ (৩২) নামের এক ভুয়া শিক্ষককে আটক করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে যোগসূত্র এবং সঙ্গে স্মার্ট ফোন থাকায় ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনাতলা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভিন ওই ভুয়া শিক্ষককে আটক করেন। 

আটক হৃদয় আহম্মেদ সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের ছায়েদ মন্ডলের ছেলে। 

ইউএনও সাইদা পারভিন জানান, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে সন্দেহজনকভাবে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন বলে জানান। এ সময় তাঁর কাছে থাকা স্মার্ট ফোনে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ দেখা যায়। ওই গ্রুপে শতাধিক পরীক্ষার্থী সদস্য যুক্ত রয়েছে। 

ইউএনও আরও জানান, মেসেঞ্জার গ্রুপে ওই পরীক্ষাকেন্দ্রের আরও দুই ছাত্রী সংযুক্ত থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিল। দুই ছাত্রীকে শনাক্ত করে তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়। 

পরীক্ষাকেন্দ্রের সচিব মোনারুল ইসলাম জানান, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত