Ajker Patrika

কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি যুবলীগ নেতা আসলামকে অব্যাহতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০: ৩১
কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি যুবলীগ নেতা আসলামকে অব্যাহতি

কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা আলী আসলামকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় জেলা যুবলীগ। 

সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল, যুগ্ম-আহ্বায়ক হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় সাহা ও আলহাজ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির বিষয়টি কেন্দ্রীয় কমিটির নেতাদের জানানো হয়েছে। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম ভুক্তভোগী তরুণীর বান্ধবীর স্বামী। সেই সুবাদে তাঁদের পরিচয়। আলী আসলাম যুবলীগের নেতা হওয়ায় বিভিন্ন সময়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল আলী আসলাম ওই তরুণীকে কাগজপত্র নিয়ে তাঁর বাড়িতে আসতে বলেন। পরে তাঁদের মধ্যে আলাপ-আলোচনার একপর্যায়ে যুবলীগের নেতা বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ করেন। এরপর বিয়ের প্রলোভন ও সরকারি চাকরি দেওয়ার কথা বলে তিনি ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। এরই একপর্যায়ে ওই তরুণী বিয়ের জন্য যুবলীগ নেতাকে চাপ সৃষ্টি করলে তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এরপর গত ১১ নভেম্বর বিয়ের দাবিতে যুবলীগ নেতা আলী আসলামের বাড়িতে অনশন করেন তরুণী। রাতে বিয়ের জন্য কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে যুবলীগ নেতা আসলাম তাঁর এক পরিচিত ছোট ভাই আরিফের বাড়িতে নিয়ে যান। সেখানে যুবলীগ নেতা ভয়ভীতি দেখিয়ে তরুণীর সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়নি মর্মে স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন। 

মিথ্যা স্বীকারোক্তি ফেসবুকে প্রচার এবং ওই তরুণীর পরিবারের প্রতি ভয়ভীতি চলমান থাকায় গত ৯ ডিসেম্বর বিকেলে তরুণী আত্মহত্যার উদ্দেশ্যে বিষ পান করেন। পরেব তাঁকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ ডিসেম্বর যুবলীগনেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কালেজছাত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত