নাশকতার মামলায় জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০: ০৭
Thumbnail image
জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনীর সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। নাশকতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নাটোর শহরের কান্দিভিটুয়ার নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে সোহেল রেজা পলাতক ছিলেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে সোহেল রেজা বর্তমান সরকারবিরোধী উসকানি ও সরকারবিরোধীদের পক্ষে ষড়যন্ত্রে মদদ দিয়ে আসছিলেন। মঙ্গলবার তিনি নিজ বাসায় অবস্থা করছেন এমন তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, সোহেল রেজা বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের শেষ প্রজন্মের খেলোয়াড়। কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার সঙ্গে সামলেছেন আবাহনী এবং জাতীয় দলের রক্ষণভাগ। অধিনায়কত্ব করেছে আবাহনীর। দেশের জাতীয় দলে দাপটের সঙ্গে খেলেছেন সাত বছর। সর্বশেষ তিনি নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত