Ajker Patrika

লংমার্চ শিবগঞ্জে, চলছে জেয়াফত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
রোববার সকালে লংমার্চটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাইস্কুলে পৌঁছায়। ছবি: আজকের পত্রিকা
রোববার সকালে লংমার্চটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাইস্কুলে পৌঁছায়। ছবি: আজকের পত্রিকা

ফারাক্কা ব্যারাজ থেকে পানির ন্যায্য হিস্যা দাবি, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা থেকে একটি লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌঁছেছে। আজ রোববার সকালে লংমার্চটি শিবগঞ্জে পৌঁছায়।

এরপর শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে জেয়াফত অনুষ্ঠান। সেখানে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়েছে। ‘বাংলাদেশের জনগণ’-এর ব্যানারে এই লংমার্চ ও সামাজিক জেয়াফতের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি চলছে। এ উপলক্ষে আজ দুপুরে একটি মিছিল বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সবার হাতে হাতে ভারতবিরোধী বিভিন্ন কথা লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চটি আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাইস্কুলে পৌঁছায়। এই সময় তারা ‘কাঁটাতারের ফেলানী আমরা তোমাকে ভুলিনি’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘সীমান্তে হত্যা বন্ধ করো, করতে হবে’, ‘বেশি করে গরু খান, আগ্রাসন রুখে দেন’, ‘দিল্লি না, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ নানান স্লোগান দেন।

জেয়াফতে অংশগ্রহণ করতে আসা শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সীমান্তের বাসিন্দা আব্দুল মজিদ জানান, সম্প্রতি তাঁদের এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল। এই আগ্রাসনবিরোধী কার্যক্রম স্থানীয়রা প্রতিহত করেছিলেন। আর যাঁরা এই ভারতীয় আগ্রাসন প্রতিহত কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের জন্য এখানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের জনগণ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ‘ফারাক্কার ন্যায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। আমরা পুরো দেশের নাগরিকেরা সীমান্তবাসীর পাশে রয়েছি। পাশাপাশি সীমান্তে সব ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুঁশিয়ারি জানাই।’

আমজনতা পার্টির সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘বগুড়ায় হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিল। আর এই জেয়াফতটা অনেক আগে থেকে প্রচলিত ছিল। ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানকে নিপীড়িত করে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম।’ তিনি বলেন, ‘আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই করা হয়েছে। আলোচনা হবে এবং নাগরিকদের সঙ্গে কথা বলা হবে। এ ছাড়া সীমান্তে যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের নামে আজকে সন্ধ্যার দিকে ফানুস উড়াব। শহীদদের সম্মানে তাঁর নাম লেখা ফানুস আকাশে উড়িয়ে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত