নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে রাস্তায় যানবাহন আটকে ছিনতাইয়ের ঘটনায় নাজমুল হক (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের বাসিন্দা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার ব্যবসায়ী আল আমিন তাঁর ব্যবসায়িক পার্টনারকে মোটরসাইকেলে করে বাড়ি নামিয়ে দিয়ে ফিরছিলেন। পথে শাবুলা পুকুর এলাকায় রাস্তায় রশি ধরে মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় তিন-চার মিলে তাঁর গলায় ছুরি ধরে জঙ্গলের ভেতর নিয়ে হাত-পা বেঁধে রেখে পকেটে থাকা ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ আরও জানায়, একই কায়দায় ছিনতাইয়ের শিকার একজন হাত বাঁধা অবস্থায় পালিয়ে গিয়ে স্থানীয় লোকজনকে ঘটনা জানায়। তারা এসে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে। এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে ফেলে। তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী আল আমিন বলেন, ‘রাস্তায় এমন ঘটনা ঘটবে, চিন্তাই করতে পারিনি। হাত-পা বেঁধে ফেলায় কিছুই করতে পারছিলাম না। স্থানীয়রা আসার পর মোটরসাইকেল রেখেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নওগাঁর নিয়ামতপুরে রাস্তায় যানবাহন আটকে ছিনতাইয়ের ঘটনায় নাজমুল হক (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের বাসিন্দা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার ব্যবসায়ী আল আমিন তাঁর ব্যবসায়িক পার্টনারকে মোটরসাইকেলে করে বাড়ি নামিয়ে দিয়ে ফিরছিলেন। পথে শাবুলা পুকুর এলাকায় রাস্তায় রশি ধরে মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় তিন-চার মিলে তাঁর গলায় ছুরি ধরে জঙ্গলের ভেতর নিয়ে হাত-পা বেঁধে রেখে পকেটে থাকা ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ আরও জানায়, একই কায়দায় ছিনতাইয়ের শিকার একজন হাত বাঁধা অবস্থায় পালিয়ে গিয়ে স্থানীয় লোকজনকে ঘটনা জানায়। তারা এসে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে। এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে ফেলে। তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী আল আমিন বলেন, ‘রাস্তায় এমন ঘটনা ঘটবে, চিন্তাই করতে পারিনি। হাত-পা বেঁধে ফেলায় কিছুই করতে পারছিলাম না। স্থানীয়রা আসার পর মোটরসাইকেল রেখেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৯ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩৩ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪১ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৪৩ মিনিট আগে