Ajker Patrika

রাস্তা থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২: ১৪
রাস্তা থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত জাহিদুল ইসলাম কাঁকফো নতুনপাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। সে নাটোর সদরের পীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তাঁর নানা সামাদ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল শনিবার বেলা ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানাবাড়ি থেকে বের হয় সে। পরে আর বাড়ি ফিরে যায়নি। আজ সকালে তার বাবার বাড়ি কাঁকফো এলাকার কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় রাস্তার ওপরে জাহিদুলকে পড়ে থাকতে দেখেন। তখন তাঁদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। 

জাহিদুলের চাচা যাফিরুল ইসলাম বলেন, ‘গত এক বছর ধরে সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। গতকাল নানাবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খবর পেয়ে তার মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজন ও তার বন্ধুদের মোবাইল ফোনে কল করে কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পাই।’

এ বিষয়ে নাটোর থানার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তার নাক-মুখে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত