লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আটটি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সজীব (২০), ওমর আলীর ছেলে মো. কামরুল (৩৩) ও রুস্তম আলীর ছেলে মো. আব্দুস সালাম (৪২)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামের নুর মোহাম্মদ খাঁর ছেলে মো. সাইফুল ইসলাম (৪০) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে তাঁর বাইসাইকেল রেখে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যান। এর প্রায় ১৫ মিনিট পরে ফিরে তিনি দেখেন তাঁর বাইসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে গতকাল বুধবার লালপুর থানায় মামলা করেন।
এ দিকে বুধবার বাইসাইকেল চুরির সময় জনতার কাছে হাতেনাতে ধরা পড়েন মো. সজীব নামের এক ব্যক্তি। পরে তাঁকে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সজীবের দেওয়া তথ্য অনুযায়ী লালপুর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মো. সাইফুল ইসলামের চোরাইকৃত বাইসাইকেলসহ আটটি চোরাই বাইসাইকেল উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও আটটি বাইসাইকেল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুরে আটটি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সজীব (২০), ওমর আলীর ছেলে মো. কামরুল (৩৩) ও রুস্তম আলীর ছেলে মো. আব্দুস সালাম (৪২)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামের নুর মোহাম্মদ খাঁর ছেলে মো. সাইফুল ইসলাম (৪০) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে তাঁর বাইসাইকেল রেখে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যান। এর প্রায় ১৫ মিনিট পরে ফিরে তিনি দেখেন তাঁর বাইসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে গতকাল বুধবার লালপুর থানায় মামলা করেন।
এ দিকে বুধবার বাইসাইকেল চুরির সময় জনতার কাছে হাতেনাতে ধরা পড়েন মো. সজীব নামের এক ব্যক্তি। পরে তাঁকে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সজীবের দেওয়া তথ্য অনুযায়ী লালপুর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মো. সাইফুল ইসলামের চোরাইকৃত বাইসাইকেলসহ আটটি চোরাই বাইসাইকেল উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও আটটি বাইসাইকেল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেটে ব্যবসায়ী হাসান মিয়া হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হাওলাদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
৩৮ মিনিট আগে