নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২০: ৩৬
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় ধানবোঝাই একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে দেরুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল আহমেদ (২৫), কালুশহর গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও দুর্গাপুর গ্রামের খোয়াজা উদ্দিনের ছেলে নুর আলম (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধানবোঝাই একটি ট্রাক দেলুয়াবাড়ি থেকে চৌবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাঁকাপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে ঢুকে যায়। দুই যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শাকিল আহমেদ নিহত হন। আহত জাহিদুল ও নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত