কামারখন্দে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫৩
Thumbnail image

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং বাকি তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন, জেলার রায়গঞ্জহাটের পাংগাসি এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তাড়াশ উপজেলার ভাটরা এলাকার মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তাঁর ভাই তারেক রহমান (৫৫), তাড়াশের ভাটরা এলাকার নুরুল আলমের ছেলে মো. রেজাউল করিম (৬৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে আব্দুল মজিদ (৫৫) ও একই এলাকার মৃত মহিউদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম। 

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত তিনজনকে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

এদিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লাবিব বলেন, দুর্ঘটনার ঘটনায় রেজাউল করিম ও আব্দুল মজিদ নামের দুজনকে এখানে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায়ই আনা হয়েছিল। আরেকজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় মারা যান।

তা ছাড়া নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিয়ামুল করিম বলেন, জাহাঙ্গীর (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ঘটনার পরপরই এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে পরে ফোনে তাঁকে আর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত