ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলায় জাকারিয়া ইসলাম জাহিদ (১৩) নামে এক শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার। জাকারিয়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মাওলানা জাহাঙ্গীর আলমের পুত্র। সে উপজেলার হাংরাগাড়ী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
জাকারিয়ার পরিবার জানিয়েছে, গত ৪ ডিসেম্বর সোমবার বিকেলে মাদ্রাসার পাশের মাঠে অন্য শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলা করছিল জাকারিয়া। খেলাধুলা শেষে সবাই মাদ্রাসায় ফিরলেও জাকারিয়া ফেরেনি। রাতে মাদ্রাসা থেকে খবর দেওয়া হয়, জাকারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরিবার আরও জানিয়েছে, এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও জাকারিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জাকারিয়ার বাবা মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদ্রাসার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় আমার ছেলে জাকারিয়া। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেটাকে কোথাও পাচ্ছি না। এ নিয়ে আমরা পরিবারের সবাই মহাদুশ্চিন্তার মধ্যে আছি।’
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকালই (বৃহস্পতিবার) থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’
পাবনার ফরিদপুর উপজেলায় জাকারিয়া ইসলাম জাহিদ (১৩) নামে এক শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার। জাকারিয়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মাওলানা জাহাঙ্গীর আলমের পুত্র। সে উপজেলার হাংরাগাড়ী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
জাকারিয়ার পরিবার জানিয়েছে, গত ৪ ডিসেম্বর সোমবার বিকেলে মাদ্রাসার পাশের মাঠে অন্য শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলা করছিল জাকারিয়া। খেলাধুলা শেষে সবাই মাদ্রাসায় ফিরলেও জাকারিয়া ফেরেনি। রাতে মাদ্রাসা থেকে খবর দেওয়া হয়, জাকারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরিবার আরও জানিয়েছে, এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও জাকারিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জাকারিয়ার বাবা মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদ্রাসার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় আমার ছেলে জাকারিয়া। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেটাকে কোথাও পাচ্ছি না। এ নিয়ে আমরা পরিবারের সবাই মহাদুশ্চিন্তার মধ্যে আছি।’
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকালই (বৃহস্পতিবার) থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’
মোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৪ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
৯ মিনিট আগেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
১৪ মিনিট আগে