বগুড়ায় রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা 

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১২: ০৪

বগুড়ায় বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাবর আলী (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ি বারুনীমেলা এলাকায় করতোয়া নদীর ব্রিজের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নারুলী পুলিশ  ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাবর আলী পেশায় মুদি দোকানি ছিলেন। তিনি বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। 

নিহতের মেয়ে বিনা খাতুন বলেন, ‘আমার বাবার ধাওয়া পাড়া এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে  ১০-১৫ জন দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। তাদের বেশির ভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে।’

বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সকালে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি পুলিশ মরদেহ নিয়ে গেছে।’

নারুলী পুলিশ ফাঁড়ির  উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যক্তিকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত