Ajker Patrika

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার, আওয়ামী লীগ নেতাসহ ৯ আসামি 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১১: ১৭
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার, আওয়ামী লীগ নেতাসহ ৯ আসামি 

সিরাজগঞ্জের এনায়েতপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬২ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে এ ঘটনায় সহায়তা এবং পরবর্তী সময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগে স্থানীয় দায়িত্বশীল আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের নামে মামলা করে ভুক্তভোগীর পরিবার। 

গতকাল মঙ্গলবার এই ধর্ষণের ঘটনার পর অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বৃদ্ধের নাম আয়নাল হক প্রামাণিক। তিনি এনায়েতপুর মুদিপাড়া এলাকার মেহের প্রামাণিকের ছেলে। এ ছাড়া অভিযুক্ত আসামি হিসেবে রয়েছেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা খান বাচ্চুসহ আরও ৯ জন। 

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে জানান, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গতকাল বিকেলে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত আয়নাল হক প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ধর্ষণের ঘটনায় সহায়তা করার অভিযোগ এনে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা খান বাচ্চুসহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। 

প্রতিবন্ধী তরুণীর স্বজন ও স্থানীয়রা বলছেন, প্রতিবন্ধী ওই তরুণীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যখানে থাকেন। ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে এনায়েতপুরে থাকেন। গতকাল মঙ্গলবার ভোরে ভুক্তভোগীর মা অন্যের বাড়িতে কাজ করতে গেলে তিনি বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় আয়নাল হক তরুণীকে ফুসলিয়ে বাড়ির পার্শ্ববর্তী নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করেন। পাশে এক উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কোচিং করানোর সময় বিষয়টি দেখতে পেয়ে লোকজনকে অবহিত করেন। তখন স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আয়নাল হককে আটক করে। 

পরে ঘটনাটি দ্রুত ধামাচাপা দিতে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা খান বাচ্চুর নেতৃত্বে সালিস বৈঠক বসে। বৈঠকে স্থানীয় মাতব্বর ছানোয়ার হোসেন (ছানু তালুকদার), নুরু মোদীসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। এ সময় তরুণীকে ধর্ষণের ঘটনায় আয়নাল হককে ৫০ হাজার টাকা জরিমানা করেন তাঁরা। পরে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তরুণীকে উদ্ধার ও অভিযুক্ত আয়নাল হককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা খান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু বিষয়টি থানা পর্যন্ত গেছে, সেখানে কথা বলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত