কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মাস তিনেক আগে বন্ধুদের সঙ্গে বাংলাদেশে ঘুরতে আসেন চীনা যুবক চেং নাং। কয়েকটি স্থান ঘোরার পর অবস্থার করেন গাজীপুর জেলায়। সেখানে এক রেস্তোরাঁয় দেখা হয় সিরাজগঞ্জের কাজীপুরের তরুণী অন্তরা খাতুনের সঙ্গে। যেই দেখা সেই প্রেম—তবে বিপত্তি বাধে ভাষায়। চেং নাং বাংলা জানেন না, আর অন্তরা জানেন না চীনা ভাষা। তবে কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা, প্রযুক্তির সাহায্য নেন চেং নাং। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে জানান ভালো লাগার কথা।
অন্তরা খাতুন উপজেলার বিয়ারা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। চেং নাং মুসলিম ধর্ম গ্রহণের পর গত ২২ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন অন্তরাকে। অন্তরা স্বামীকে নিয়ে গত রোববার বাড়িতে আসেন। এদিকে বিষয়টি জানাজানি হলে চীনা জামাতাকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতারা।
অন্তরা খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, বনিবনা না হওয়ায় গত ঈদুল আজহায় স্বামীকে ডিভোর্স দেন এক কন্যাসন্তানের জননী অন্তরা খাতুন। এরপরই চলে যান গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতে। সেখানে একটি রেস্তোরাঁয় মেয়েকে নিয়ে যান অন্তরা। রেস্তোরাঁটিতে আগে থেকেই বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন চেং নাং। অন্তরাকে দেখে ভালো লেগে যায় চেং নাংয়ের। ভালো লাগার কথা বলতে যান অন্তরাকে। তবে তিনি বাংলা না জানায় বিপাকে পড়েন। তাৎক্ষণিক সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের। চীনা ভাষায় লিখে বাংলায় মনের কথা জানান অন্তরাকে।
পরে একে অপরের মোবাইল নম্বর ও ফেসবুকের আইডি আদান-প্রদান হয়। কথা বলার একপর্যায়ে শুরু হয় প্রেম। চেং নাং বিয়ের প্রস্তাব দেন অন্তরাকে। পরে পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমেই তাঁদের বিয়ে হয়। ভিনদেশি জামাতা পেয়ে খুশি অন্তরার পরিবার।
অন্তরা খাতুন বলেন, ‘আমার মেয়েকে নিয়ে গাজীপুরের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে চেং নাং ও তার বন্ধুরাও যায়। আমাকে দেখে সে পছন্দ করেন। পরে নম্বর আদান-প্রদান হয়। তারপর প্রেমের সম্পর্কে জড়াই আমরা।’
অন্তরা বলেন, ‘আমি ডিভোর্সি মেয়ে এবং আমার একটা ৯ বছরের মেয়ে আছে জেনেও সে আমাকে বিয়ে করতে রাজি হয়। পরে আমি বিষয়টি নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বললে তারা রাজি হন। আমি চেং নাংকে বলি আমাকে বিয়ে করতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমরা বিয়ে করি। আমি খুশি চেং নাংকে বিয়ে করে।’
চীনা যুবক চেং নাং বলেন, ‘আমি অন্তরাকে বিয়ে করে খুশি। পরিবারও খুশি। কয়েক দিন পর তাকে চীনে নিয়ে যাব।’
অন্তরা খাতুনের বাবা আব্দুর রশিদ বলেন, ‘প্রথমে আমাদের সন্দেহ ছিল তারা অ্যাডজাস্ট (মানিয়ে নেওয়া) হতে পারবে কি না। কিন্তু তারা যেহেতু অ্যাডজাস্ট হয়েছে, তখন আর দ্বিমত করি নাই। বিয়ের সম্মতি দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা খুশি।’
অন্তরার মা বলেন, ‘মেয়ে করবে সংসার, ভাগ্যে ছিল হয়ে গেছে। আমি দোয়া করি তারা সুখে সংসার করুক।’
আমিনুল ইসলাম নামের এক প্রতিবেশী বলেন, ‘এটাই প্রথম আমাদের কাজীপুরে। গতকাল তারা বাড়িতে এসেছে। লোকজন ভিড় করছে তাদের একনজর দেখতে।’
মাস তিনেক আগে বন্ধুদের সঙ্গে বাংলাদেশে ঘুরতে আসেন চীনা যুবক চেং নাং। কয়েকটি স্থান ঘোরার পর অবস্থার করেন গাজীপুর জেলায়। সেখানে এক রেস্তোরাঁয় দেখা হয় সিরাজগঞ্জের কাজীপুরের তরুণী অন্তরা খাতুনের সঙ্গে। যেই দেখা সেই প্রেম—তবে বিপত্তি বাধে ভাষায়। চেং নাং বাংলা জানেন না, আর অন্তরা জানেন না চীনা ভাষা। তবে কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা, প্রযুক্তির সাহায্য নেন চেং নাং। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে জানান ভালো লাগার কথা।
অন্তরা খাতুন উপজেলার বিয়ারা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। চেং নাং মুসলিম ধর্ম গ্রহণের পর গত ২২ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন অন্তরাকে। অন্তরা স্বামীকে নিয়ে গত রোববার বাড়িতে আসেন। এদিকে বিষয়টি জানাজানি হলে চীনা জামাতাকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতারা।
অন্তরা খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, বনিবনা না হওয়ায় গত ঈদুল আজহায় স্বামীকে ডিভোর্স দেন এক কন্যাসন্তানের জননী অন্তরা খাতুন। এরপরই চলে যান গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতে। সেখানে একটি রেস্তোরাঁয় মেয়েকে নিয়ে যান অন্তরা। রেস্তোরাঁটিতে আগে থেকেই বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন চেং নাং। অন্তরাকে দেখে ভালো লেগে যায় চেং নাংয়ের। ভালো লাগার কথা বলতে যান অন্তরাকে। তবে তিনি বাংলা না জানায় বিপাকে পড়েন। তাৎক্ষণিক সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের। চীনা ভাষায় লিখে বাংলায় মনের কথা জানান অন্তরাকে।
পরে একে অপরের মোবাইল নম্বর ও ফেসবুকের আইডি আদান-প্রদান হয়। কথা বলার একপর্যায়ে শুরু হয় প্রেম। চেং নাং বিয়ের প্রস্তাব দেন অন্তরাকে। পরে পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমেই তাঁদের বিয়ে হয়। ভিনদেশি জামাতা পেয়ে খুশি অন্তরার পরিবার।
অন্তরা খাতুন বলেন, ‘আমার মেয়েকে নিয়ে গাজীপুরের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে চেং নাং ও তার বন্ধুরাও যায়। আমাকে দেখে সে পছন্দ করেন। পরে নম্বর আদান-প্রদান হয়। তারপর প্রেমের সম্পর্কে জড়াই আমরা।’
অন্তরা বলেন, ‘আমি ডিভোর্সি মেয়ে এবং আমার একটা ৯ বছরের মেয়ে আছে জেনেও সে আমাকে বিয়ে করতে রাজি হয়। পরে আমি বিষয়টি নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বললে তারা রাজি হন। আমি চেং নাংকে বলি আমাকে বিয়ে করতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমরা বিয়ে করি। আমি খুশি চেং নাংকে বিয়ে করে।’
চীনা যুবক চেং নাং বলেন, ‘আমি অন্তরাকে বিয়ে করে খুশি। পরিবারও খুশি। কয়েক দিন পর তাকে চীনে নিয়ে যাব।’
অন্তরা খাতুনের বাবা আব্দুর রশিদ বলেন, ‘প্রথমে আমাদের সন্দেহ ছিল তারা অ্যাডজাস্ট (মানিয়ে নেওয়া) হতে পারবে কি না। কিন্তু তারা যেহেতু অ্যাডজাস্ট হয়েছে, তখন আর দ্বিমত করি নাই। বিয়ের সম্মতি দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা খুশি।’
অন্তরার মা বলেন, ‘মেয়ে করবে সংসার, ভাগ্যে ছিল হয়ে গেছে। আমি দোয়া করি তারা সুখে সংসার করুক।’
আমিনুল ইসলাম নামের এক প্রতিবেশী বলেন, ‘এটাই প্রথম আমাদের কাজীপুরে। গতকাল তারা বাড়িতে এসেছে। লোকজন ভিড় করছে তাদের একনজর দেখতে।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকানায় থাকা এক প্লটের ২৮ একর জমি মিলেমিশে দখলে রেখেছে ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এদিকে বিমানবন্দরের মালিকানাধীন তিনটি ক্যানটিনের ভাড়া পরিশোধ না করে ১৭-১৮ বছর দখলে রেখেছে একটি মহল। তা ছাড়া বিজয়নগর আবাসিক এলাকায় বিমানবন্দরেরই সরকারি জায়গা দখল
৫ ঘণ্টা আগেময়মনসিংহ নগরীর ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন খালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার। বর্ষা মৌসুমে এসব খাল হয়েই নগরীর পানিনিষ্কাশন হয় পাশের নদীতে। খালগুলো খননে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ও হয় ময়মনসিংহ সিটি করপোরেশনের। কিন্তু এ খননেও কাজ হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকায় হাঁটুপানি জমে
৬ ঘণ্টা আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। ড্রেজার মেশিন ব্যবহার করে প্রকাশ্যে তোলা হচ্ছে বালু। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে চা-বাগান, পাহাড়ি ছড়া, সংরক্ষিত বন ও ফসলি জমি, তেমনি ক্ষতি হচ্ছে রাস্তাঘাটেরও। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন মাঝেমধ্যে বালু উত্তোলন বন্ধে
৬ ঘণ্টা আগেমাদারীপুরের কালকিনির ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণের অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরের ছুটির মধ্যে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এই গাছগুলো লাগানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।
৭ ঘণ্টা আগে