নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় আস্তান মোল্লা কলেজের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ বলছে, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের একজন কর্মী আহত হয়েছেন বলে দাবি দলীয় নেতাদের।
প্রত্যক্ষদর্শী, থানা-পুলিশ ও ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখা শেষ করে কেডির মোড় হয়ে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন নওগাঁ সরকারি কলেজ শাখা, জেলা ও পৌর ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় হঠাৎ আস্তান মোল্লা কলেজের সামনে মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেলের শব্দে আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তিনটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
এদিকে এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিক শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন ছাত্রলীগ ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী বলেন, ‘ফুটবল খেলা দেখা শেষ করে ছাত্রলীগের কর্মীরা শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসছিলেন। এ সময় মিছিলকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়ে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
নওগাঁ পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. লালটু বলেন, ‘ছাত্রলীগের ওই মিছিলে আমিও ছিলাম। হঠাৎই মিছিলের মাঝেই পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন চারপাশ ধোঁয়া আর ধুলাই অন্ধকার হয়ে ওঠে। এ সময় জীবন বাঁচাতে নেতা-কর্মীরা বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকেন। এতে ছাত্রলীগের শান্ত নামের এক কর্মী আহত হন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ককটেল বিস্ফোরণের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ছাড়া পাশেই আরও তিনটি ককটেল পড়ে আছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, এর আগে সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁর মহাদেবপুরে বুলবুল সিনেমা হলের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এরশাদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁয় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় আস্তান মোল্লা কলেজের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ বলছে, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের একজন কর্মী আহত হয়েছেন বলে দাবি দলীয় নেতাদের।
প্রত্যক্ষদর্শী, থানা-পুলিশ ও ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখা শেষ করে কেডির মোড় হয়ে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন নওগাঁ সরকারি কলেজ শাখা, জেলা ও পৌর ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় হঠাৎ আস্তান মোল্লা কলেজের সামনে মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেলের শব্দে আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তিনটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
এদিকে এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিক শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন ছাত্রলীগ ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী বলেন, ‘ফুটবল খেলা দেখা শেষ করে ছাত্রলীগের কর্মীরা শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসছিলেন। এ সময় মিছিলকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়ে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
নওগাঁ পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. লালটু বলেন, ‘ছাত্রলীগের ওই মিছিলে আমিও ছিলাম। হঠাৎই মিছিলের মাঝেই পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন চারপাশ ধোঁয়া আর ধুলাই অন্ধকার হয়ে ওঠে। এ সময় জীবন বাঁচাতে নেতা-কর্মীরা বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকেন। এতে ছাত্রলীগের শান্ত নামের এক কর্মী আহত হন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ককটেল বিস্ফোরণের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ছাড়া পাশেই আরও তিনটি ককটেল পড়ে আছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, এর আগে সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁর মহাদেবপুরে বুলবুল সিনেমা হলের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এরশাদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১৩ মিনিট আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
১ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে