বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১৪: ৪৬
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৪: ৫৩

বগুড়ার দুপচাঁচিয়ায় একটি ভ্যানকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মোফাজ্জল হোসেন মোফা (৩৫) নিহত হন। আজ সোমবার সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে দুর্ঘটনাটি ঘটে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। 

মোফাজ্জল হোসেন দুপচাঁচিয়া উপজেলার বেলাইল খামারগাড়ী গ্রামের মনসুর আলীর ছেলে। 

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের চালক সিরাজুল ইসলামকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে ৷ তিনি কাহালু উপজেলার মুরইলের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। 
 
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দুপচাঁচিয়ার চৌমুহনী বন্দরে ভ্যানটি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটা বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক মোফাজ্জল ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে ও বাসের চালককে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত