১০০ টাকার স্যালাইন ২৫০ টাকা বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

সিরাজগঞ্জে ১০০ টাকার স্যালাইন ২৫০ টাকায় বিক্রির অপরাধে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ এই জরিমানা করেন।

আজ সোমবার সকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ী হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিকে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, বাজারে স্যালাইন পাওয়া যাচ্ছে না। কারও কাছে থাকলেও নাই বা একটাই আছে বলে বেশি দামে বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে সেখানে যান। এ সময় দোকানে স্যালাইন চাইলে বলা হয়, তাঁর কাছে এক পিচ স্যালাইনই আছে। এর মূল্য চাওয়া হয় ২৫০ টাকা। পরে তিনি এই টাকায় কিনতে রাজি হলে স্যালাইনটি দেওয়া হয়। পরে ১০০ টাকার স্যালাইন ২৫০ টাকায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে শহরের বাজার স্টেশন এলাকায় স্মরণ ফলঘরকে বিদেশি চকলেটে আমদানিকারকের স্টিকার ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত