রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ অর্থবছরে ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকার বার্ষিক বাজেট অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫১৫তম সভায় এ বাজেট ঘোষণা করা হয়। এর আগে গত শনিবার ফাইন্যান্স কমিটির ৫৫৮তম সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এ বছর মোট ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকা বাজেটের মধ্যে ৩৬৮ কোটি ১৯ লাখ টাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন বাবদ বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটে হয় ৮০ দশমিক ৬১ শতাংশ।
গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ১৯ শতাংশ। যা গত বছর ছিল ৮ কোটি টাকা। অর্থাৎ ১ দশমিক ৮৪ শতাংশ। এ বছর মূল বাজেটের ৩৩৪ কোটি ৭৫ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ এবং বাকি ২২ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। প্রথমবারের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এ ছাড়া বাজেটে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রকাশনা, বইপত্র, গবেষণাগার সরঞ্জামাদি, স্মার্ট ক্লাসরুম, ফিল্ডওয়ার্ক/শিক্ষা সফর, তথ্য যোগাযোগপ্রযুক্তি, প্রশিক্ষণ, খেলাধুলা, শিক্ষাবৃত্তিসহ ১০ খাত অগ্রাধিকার পেয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রকাশনা খাতে ৫২ লাখ, ফিল্ড ওয়ার্ক/শিক্ষা সফর খাতে ৮০ লাখ, শিক্ষক, কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ ৫২ লাখ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অপরদিকে, শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তি খাতে ২০২১-২২ বছরে বরাদ্দ ছিল ৪৫ লাখ টাকা। এ বছর তা বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। বইপত্র খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ লাখ টাকা। একটি বিভাগের সেমিনার লাইব্রেরির জন্য বইপত্র খাতে বরাদ্দ ছিল ১৫ হাজার টাকা। এ বছর তা বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের বই ক্রয় বাবদ ৩৩ লাখ ৫৪ হাজার টাকা এবং পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের অটোমেশন বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গবেষণাগার সরঞ্জামাদি খাতে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ৪ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে কয়েকটি বিভাগকে ৫০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশোধিত বাজেটে ১৬টি স্মার্ট ক্লাসরুমের জন্য বাজেট বরাদ্দ রয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ অর্থবছরে ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকার বার্ষিক বাজেট অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫১৫তম সভায় এ বাজেট ঘোষণা করা হয়। এর আগে গত শনিবার ফাইন্যান্স কমিটির ৫৫৮তম সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এ বছর মোট ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকা বাজেটের মধ্যে ৩৬৮ কোটি ১৯ লাখ টাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন বাবদ বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটে হয় ৮০ দশমিক ৬১ শতাংশ।
গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ১৯ শতাংশ। যা গত বছর ছিল ৮ কোটি টাকা। অর্থাৎ ১ দশমিক ৮৪ শতাংশ। এ বছর মূল বাজেটের ৩৩৪ কোটি ৭৫ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ এবং বাকি ২২ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। প্রথমবারের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এ ছাড়া বাজেটে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রকাশনা, বইপত্র, গবেষণাগার সরঞ্জামাদি, স্মার্ট ক্লাসরুম, ফিল্ডওয়ার্ক/শিক্ষা সফর, তথ্য যোগাযোগপ্রযুক্তি, প্রশিক্ষণ, খেলাধুলা, শিক্ষাবৃত্তিসহ ১০ খাত অগ্রাধিকার পেয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রকাশনা খাতে ৫২ লাখ, ফিল্ড ওয়ার্ক/শিক্ষা সফর খাতে ৮০ লাখ, শিক্ষক, কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ ৫২ লাখ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অপরদিকে, শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তি খাতে ২০২১-২২ বছরে বরাদ্দ ছিল ৪৫ লাখ টাকা। এ বছর তা বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। বইপত্র খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ লাখ টাকা। একটি বিভাগের সেমিনার লাইব্রেরির জন্য বইপত্র খাতে বরাদ্দ ছিল ১৫ হাজার টাকা। এ বছর তা বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের বই ক্রয় বাবদ ৩৩ লাখ ৫৪ হাজার টাকা এবং পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের অটোমেশন বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গবেষণাগার সরঞ্জামাদি খাতে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ৪ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে কয়েকটি বিভাগকে ৫০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশোধিত বাজেটে ১৬টি স্মার্ট ক্লাসরুমের জন্য বাজেট বরাদ্দ রয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।
রাজধানীর কলাবাগানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দেওয়া সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। অপর সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গ
৬ মিনিট আগেমাগুরায় বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটির মায়ের করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সব্যসাচী রায় আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন শিশুটির বড় বোনের শ্বশুর, শাশুড়ি, তাঁদের দুই
১৫ মিনিট আগেরাজশাহীর পবায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেযাত্রী ওঠানো নিয়ে বাস ও সিএনজি অটোরিকশার মালিক সমিতির মধ্য বিরোধ মেটাতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। এর প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। মারধরের শিকার ওই তিন শিক্ষ
১ ঘণ্টা আগে