কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে ছেলের ঋণের টাকা পরিশোধ ও জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আহত বৃদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হায়দারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন (৫৭)।
স্থানীয়রা জানান, জমি ও ঋণের টাকা পরিশোধ না করায় ওই বৃদ্ধার বড় ছেলে শাহ আলম ও তাঁর স্ত্রী মর্জিনা খাতুন মারপিট করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
শাহ আলমের স্ত্রী মর্জিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামীকে শাশুড়ি ঘর থেকে বের করে দেয়। জমিজমা ও টাকা তাঁর ছোট ছেলে ও তাঁর মেয়ে দিয়েছে। আমার স্বামী ঋণ করে ঘর দিয়েছে সেই ঘর থেকে এখন বের করে দিতে চাই। এটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। শুক্রবার দুপুরে এ বিষয়গুলো নিয়ে আবারও কথা-কাটাকাটি হয়। তখন আমার স্বামী তাঁকে ধাক্কা দেয় এবং আমার শাশুড়িকে মারপিট করে। তবে আমি শাশুড়িকে মারপিট করিনি কিন্তু ধাক্কা দিয়েছিলাম। এতে মাথায় একটু কেটে গেছে।’
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফরহাদুল ইসলাম হ্যাপি বলেন, ‘ঘটনাটি কেউ আমাকে বলেনি। আপনাদের মাধ্যমেই শুনলাম। আমি হাসপাতালে গিয়ে খোঁজ নিব এবং এই ছেলে ও তাঁর স্ত্রীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথিলা আক্তার বলেন, ‘মাথায় সেলাই দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। আগের চেয়ে অবস্থা ভালো তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।’
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা রেজাউল ইসলাম বলেন, ‘লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।’
সিরাজগঞ্জের কামারখন্দে ছেলের ঋণের টাকা পরিশোধ ও জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আহত বৃদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হায়দারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন (৫৭)।
স্থানীয়রা জানান, জমি ও ঋণের টাকা পরিশোধ না করায় ওই বৃদ্ধার বড় ছেলে শাহ আলম ও তাঁর স্ত্রী মর্জিনা খাতুন মারপিট করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
শাহ আলমের স্ত্রী মর্জিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামীকে শাশুড়ি ঘর থেকে বের করে দেয়। জমিজমা ও টাকা তাঁর ছোট ছেলে ও তাঁর মেয়ে দিয়েছে। আমার স্বামী ঋণ করে ঘর দিয়েছে সেই ঘর থেকে এখন বের করে দিতে চাই। এটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। শুক্রবার দুপুরে এ বিষয়গুলো নিয়ে আবারও কথা-কাটাকাটি হয়। তখন আমার স্বামী তাঁকে ধাক্কা দেয় এবং আমার শাশুড়িকে মারপিট করে। তবে আমি শাশুড়িকে মারপিট করিনি কিন্তু ধাক্কা দিয়েছিলাম। এতে মাথায় একটু কেটে গেছে।’
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফরহাদুল ইসলাম হ্যাপি বলেন, ‘ঘটনাটি কেউ আমাকে বলেনি। আপনাদের মাধ্যমেই শুনলাম। আমি হাসপাতালে গিয়ে খোঁজ নিব এবং এই ছেলে ও তাঁর স্ত্রীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথিলা আক্তার বলেন, ‘মাথায় সেলাই দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। আগের চেয়ে অবস্থা ভালো তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।’
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা রেজাউল ইসলাম বলেন, ‘লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাঁকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আটকে রাখা হলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।
৪ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসাশিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গতকাল শুক্রবার পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। তবে এর আগেই ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতবরেরা গ্রাম্য সালিসের আয়োজন করে।
১৮ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিস বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় ১২
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে