Ajker Patrika

সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি
সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত 

অনিয়ম ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে জেলা ছাত্রলীগ। সেই সঙ্গে সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটি কেন বিলুপ্ত ঘোষণা করা হবে না, সাত দিনের মধ্যে লিখিতভাবে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা আজ শুক্রবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা আজকের পত্রিকাকে বলেন, ‘সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন কমিটি গঠনে অনিয়ম ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে থানা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।’

এ ছাড়া সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা, হাটিকুমরুল ও ধুবিল ইউনিয়ন শাখা কমিটি গঠনে পাওয়া অনিয়মের অভিযোগ সরেজমিনে তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত