Ajker Patrika

২২ দিনেও পরিচয় মেলেনি ডোবায় উদ্ধার মৃত যুবকের

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৩: ৩৫
২২ দিনেও পরিচয় মেলেনি ডোবায় উদ্ধার মৃত যুবকের

রাজশাহীর পুঠিয়ায় ২২ দিন আগে বিল থেকে অজ্ঞাত যুবকের (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ঘিরে ঘটনার দিন থেকে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলতে থাকলেও এখনো তাঁর পরিচয় মেলেনি। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

গত ২২ অক্টোবর উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সিরামপুর বিল থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথাসহ কয়েকটি স্থানে জখমের চিহ্ন ছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়। পরে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে ওই মরদেহের দাফন সম্পন্ন হয়।

উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘উদ্ধার হওয়া লাশটি আমাদের এলাকার নয়। আর বিলের নির্জন ডোবায় একটি অজ্ঞাত যুবকের লাশ কীভাবে এল, তা নিয়ে জনমনে এখনো আতঙ্ক বিরাজ করছে।’

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছি।’

ওসি আরও বলেন, ‘নাম-পরিচয় নিশ্চিত হলে সহজেই হত্যাকাণ্ডের রহস্য বের করা যায়। আমরা পরিচয় শনাক্তেরও চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত