বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘা মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাঘা-বানেশ্বর মহাসড়ক অবরোধ করেন।
এতে শত শত নেতা-কর্মীরা একত্র হয়ে মাথায় সাদা কাপড় বেঁধে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে, ফেস্টুন, ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। অবরোধে এই নেতা হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবি জানানো হয়।
এ সময় বাঘা বাজারে গুরুত্বপূর্ণভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন নবাব, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব, আড়ানী পৌর কাউন্সিলর কার্তিক চন্দ্র হালদার, বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, মারুফ মণ্ডল প্রমুখ।
এর আগে আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল ইসলাম বাবুল (৫০)।
উল্লেখ্য, ২২ জুন বাঘা উপজেলা সদরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান আওয়ামী লীগের দুই গ্রুপের নেতা–কর্মীরা। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে বাবুলের অবস্থা ছিল সংকটাপন্ন। সংঘর্ষের ঘটনায় সেদিন রাতেই থানায় মামলা করেছেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পিন্টু। এ মামলায় বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীসহ ৪৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম এখন কারাগারে রয়েছেন। গ্রেপ্তার এড়াতে মেয়র আক্কাস আত্মগোপনে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছিলেন, সংঘর্ষের দিন আশরাফুল ইসলাম বাবুলকে কুপিয়ে ফেলে রাখা হয়েছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মারামারির ঘটনায় যে মামলাটি হয়েছিল, সেই মামলাটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।
রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘা মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাঘা-বানেশ্বর মহাসড়ক অবরোধ করেন।
এতে শত শত নেতা-কর্মীরা একত্র হয়ে মাথায় সাদা কাপড় বেঁধে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে, ফেস্টুন, ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। অবরোধে এই নেতা হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবি জানানো হয়।
এ সময় বাঘা বাজারে গুরুত্বপূর্ণভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন নবাব, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব, আড়ানী পৌর কাউন্সিলর কার্তিক চন্দ্র হালদার, বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, মারুফ মণ্ডল প্রমুখ।
এর আগে আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল ইসলাম বাবুল (৫০)।
উল্লেখ্য, ২২ জুন বাঘা উপজেলা সদরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান আওয়ামী লীগের দুই গ্রুপের নেতা–কর্মীরা। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে বাবুলের অবস্থা ছিল সংকটাপন্ন। সংঘর্ষের ঘটনায় সেদিন রাতেই থানায় মামলা করেছেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পিন্টু। এ মামলায় বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীসহ ৪৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম এখন কারাগারে রয়েছেন। গ্রেপ্তার এড়াতে মেয়র আক্কাস আত্মগোপনে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছিলেন, সংঘর্ষের দিন আশরাফুল ইসলাম বাবুলকে কুপিয়ে ফেলে রাখা হয়েছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মারামারির ঘটনায় যে মামলাটি হয়েছিল, সেই মামলাটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১৩ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
১৮ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৩৮ মিনিট আগে