বিয়ের দাবিতে ১৯ বছরের যুবকের বাড়িতে ৩০ বছরের বিবাহিতার অনশন

জয়পুরহাট ও পাঁচবিবি প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২০: ০০
Thumbnail image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামে নুরনবী হোসেনের (১৯) বাড়িতে ৩০ বছর বয়সী এক বিবাহিত নারী অনশন করছেন। বিয়ের দাবিতে গতকাল সোমবার দুপুর থেকে তিনি এই অনশন শুরু করেন।

জানা গেছে, একই উপজেলার বাসিন্দা ওই নারীর সঙ্গে পার্শ্ববর্তী বাঁশখুর গ্রামের নুরনবীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তাঁদের পরকীয়ার বিষয়টি জানাজানি হয়। এতে ওই নারীকে তালাক দেন তাঁর স্বামী। উদ্ভূত পরিস্থিতিতে বিয়ের দাবিতে ওই নারী নুরনবীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নুরনবীর সঙ্গে তাঁর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছেন নুরনবী। বিষয়টি জানতে পেরে স্বামী তাঁকে তালাক দিয়েছেন। আর নুরনবী তাঁকে বিয়ে না করে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থায় নুরনবী তাঁকে বিয়ে না করলে তাঁর আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার দুপুর থেকে ওই নারী নুরনবীর বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে আমি সেখানে যাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দাবিতে ৩০ বছর বয়সী এক বিবাহিত নারী ১৯ বছরের নুরনবীর বাড়িতে অবস্থান নিয়েছেন। সেখানে তিনি হট্টগোল করছেন বলে এলাকাবাসী ও কয়েকজন সাংবাদিকের কাছ থেকে শুনেছি। একজন পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত