Ajker Patrika

র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৫: ৪৩
র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন

র‍্যাব হেফাজতে নওগাঁয় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুলতানা জেসমিন যদি অন্যায় করে থাকেন, আইনের ধারা অনুযায়ী তাঁর বিচার করা যেত। শুধু অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছিল, যা মানবাধিকার এবং অধিকার লঙ্ঘন করা হয়েছে। অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে সুজনের জেলা কমিটির সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে সাজু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

আব্দুর রহমান বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের মৃত্যুর ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। জেসমিনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে তাঁকে আইনের আওতায় আনতে হবে।’

গত বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে আটক করা হয় সুলতানা জেসমিনকে। এরপর শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‍্যাবের ভাষ্য, সুলতানা জেসমিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছিল। পরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত