ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ভটভটি উল্টে খাদে পড়ে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার মধ্য নানাইচ ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর (বাদাল) এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভটভটিচালক আমিনুল প্রতিদিনের মতো আজও পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়নের পুকুর থেকে মাছ সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন। পরে সকাল ৬টার দিকে উপজেলার মধ্য নানাইচ ৪ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে ভটভটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়েন আমিনুল। ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের স্ত্রী সুমা খাতুন বলেন, ‘আমার স্বামী ভটভটি ভাড়ায় খাঁটিয়ে বিভিন্ন এলাকার পুকুর থেকে মাছ সংগ্রহ করে জয়পুরহাট, সাপাহার, বগুড়া, রংপুরসহ বিভিন্ন এলাকায় মাছের আরতে নিয়ে যেতেন। আজ সকালে ভটভটির নিচে চাপা পড়ে মারা যান তিনি। বাদ আসর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হবে।’
নিহতের স্ত্রী আরও বলেন, ‘অভাবের সংসারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে আমি দুই সন্তান নিয়ে পথে বসেছি।’
ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী বলেন, আমিনুল ভটভটি কিনে প্রায় ১১ বছর ধরে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
নওগাঁর ধামইরহাটে ভটভটি উল্টে খাদে পড়ে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার মধ্য নানাইচ ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর (বাদাল) এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভটভটিচালক আমিনুল প্রতিদিনের মতো আজও পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়নের পুকুর থেকে মাছ সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন। পরে সকাল ৬টার দিকে উপজেলার মধ্য নানাইচ ৪ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে ভটভটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়েন আমিনুল। ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের স্ত্রী সুমা খাতুন বলেন, ‘আমার স্বামী ভটভটি ভাড়ায় খাঁটিয়ে বিভিন্ন এলাকার পুকুর থেকে মাছ সংগ্রহ করে জয়পুরহাট, সাপাহার, বগুড়া, রংপুরসহ বিভিন্ন এলাকায় মাছের আরতে নিয়ে যেতেন। আজ সকালে ভটভটির নিচে চাপা পড়ে মারা যান তিনি। বাদ আসর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হবে।’
নিহতের স্ত্রী আরও বলেন, ‘অভাবের সংসারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে আমি দুই সন্তান নিয়ে পথে বসেছি।’
ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী বলেন, আমিনুল ভটভটি কিনে প্রায় ১১ বছর ধরে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
রাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
১৭ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা করেছে সোহরাওয়ার্দী কলেজ। সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
২৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
৩৬ মিনিট আগেঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
৪০ মিনিট আগে