Ajker Patrika

যৌতুকের জন্য স্ত্রীর শরীরে আগুন, ৮ দিন পর সেই গৃহবধূর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
যৌতুকের জন্য স্ত্রীর শরীরে আগুন, ৮ দিন পর সেই গৃহবধূর মৃত্যু

যৌতুকের টাকার জন্য নওগাঁয় স্বামীর দেওয়া আগুনে ঝলসে যাওয়া গৃহবধূ ফজিলাতুন নেছা (২৫) মারা গেছেন। আট দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই গৃহবধূ সদর উপজেলার ভবানীপুর মধ্যেপাড়া গ্রামের গোলাম রাব্বানীর স্ত্রী।

এর আগে গত মঙ্গলবার (২৭ আগস্ট) সদর উপজেলার ভবানীপুর মধ্যেপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে গৃহবধূর বাবা ফজলুর হোসেন বাদী হয়ে গোলাম রাব্বানীসহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভুক্তভোগীর স্বামীকে গ্রেপ্তার করে।

স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চার বছর আগে গোলাম রাব্বানীর সঙ্গে বিয়ে হয় ফজিলাতুন নেছার। কিন্তু বিয়ের কিছুদিন পরই পরকীয়ায় জড়িয়ে পড়েন গোলাম রাব্বানী। বিষয়টি তার স্ত্রী জানতে পারলে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব শুরু হয়।

একপর্যায়ে গোলাম রাব্বানী তার স্ত্রীর কাছে যৌতুক বাবদ সাড়ে তিন লাখ টাকা দাবি করেন। এরপর থেকেই স্ত্রী ফজিলাতুন নেছাকে মাঝে মধ্যেই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী ও পরিবারের সদস্যরা।

গত ২৭ আগস্ট সকালে আবারও যৌতুকের টাকা দাবি করলে স্ত্রী অস্বীকৃতি জানায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করেন গোলাম রাব্বানী। একপর্যায়ে তার স্ত্রী অজ্ঞান হয়ে গেলে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

পরে প্রতিবেশীরা ফজিলাতুন নেছাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূর মৃত্যু হয়।

গৃহবধূর খালাতো ভাই অর্ণব আহমেদ বলেন, ‘টানা কয়েক দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমার বোন মারা গেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে নওগাঁয় নিয়ে দাফন করব। বোনের হত্যাকারীদের বিচার চাই।’

বাবা ফজলুর হোসেন বলেন, ‘যৌতুকের জন্য প্রায় আমার মেয়েকে মারধর করত গোলাম রাব্বানী ও তার পরিবারের সদস্যরা। সে পরকীয়া প্রেমেও আসক্ত ছিল। এর আগে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত আমার মেয়ের শরীরে আগুন ধরিয়ে মেরেই ফেলল। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

 এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই গৃহবধূ মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় থানায় পূর্বেই একটি মামলা হওয়ার পর প্রধান অভিযুক্ত গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত