পাবনা প্রতিনিধি
পথচলার মাত্র দুই বছরেই সাহসী সাংবাদিকতায় পাঠকের আস্থা অর্জন করেছে আজকের পত্রিকা। সারা দেশের স্থানীয় দৈনিক স্লোগানটি মানুষের কাছাকাছি যেতে পেরেছে। রক্তচক্ষুকে উপেক্ষা করে বিজ্ঞাপননির্ভর না হয়ে সংবাদে নির্ভর করে যে একটি পত্রিকা পাঠকের ভালোবাসায় টিকে থাকতে পারে তার অনন্য উদাহরণ আজকের পত্রিকা।
আজকের পত্রিকার দুই বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে পাবনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয় উত্তরের এই জেলায়। এতে সাংবাদিক, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নেন।
শুরুতে পাবনা প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান রাস্তা আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় সোনার বাংলা মা একাডেমি মিলনায়তনে পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং পাবনায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, আহমেদ উল হক রানা, বর্তমান সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাংবাদিক নরেশ মধু, মাহফুজ আলম, রাজিউর রহমান রুমী, এস এম মাহবুব আলম, রিজভী জয়, আজকের পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি খোন্দকার মাহবুবুল হক দুদু, সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক সুমন আলী প্রমুখ।
বক্তারা বলেন, বাজারে বেশ কিছু নতুন পত্রিকা এসেছে কিন্তু আজকের পত্রিকা আলাদাভাবে জাত চিনিয়েছে। সংবাদে বৈচিত্র্য, নিজেদের স্বতন্ত্র ধারা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠক মহলের মন কেড়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জি কে সাদী, আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, আহমেদ হুমায়ুন কবির তপু, সরোয়ার উল্লাস, কলিট তালুকদার, মুস্তাফিজ রাসেল, পার্থ হাসান, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আবুল কালাম আজাদ, আরিফ আহমেদ সিদ্দিকী, পাভেল মৃধা, প্রবীর কুমার সাহা, সুশান্ত কুমার সরকার, মনিরুজ্জামান শিপন, সবুজ মোল্লা, ফজলুল হক, পারভীন সরকার, শামসুল আলম, সেলিম মোর্শেদ রানা, নবী নেওয়াজ, পলাশ হোসাইন, আজকের পত্রিকার চাটমোহর প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য তুষার, সাঁথিয়া প্রতিনিধি আবুল কাশেম, আটঘরিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রানা, ভাঙ্গুড়া প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক প্রমুখ।
পথচলার মাত্র দুই বছরেই সাহসী সাংবাদিকতায় পাঠকের আস্থা অর্জন করেছে আজকের পত্রিকা। সারা দেশের স্থানীয় দৈনিক স্লোগানটি মানুষের কাছাকাছি যেতে পেরেছে। রক্তচক্ষুকে উপেক্ষা করে বিজ্ঞাপননির্ভর না হয়ে সংবাদে নির্ভর করে যে একটি পত্রিকা পাঠকের ভালোবাসায় টিকে থাকতে পারে তার অনন্য উদাহরণ আজকের পত্রিকা।
আজকের পত্রিকার দুই বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে পাবনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয় উত্তরের এই জেলায়। এতে সাংবাদিক, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নেন।
শুরুতে পাবনা প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান রাস্তা আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় সোনার বাংলা মা একাডেমি মিলনায়তনে পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং পাবনায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, আহমেদ উল হক রানা, বর্তমান সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাংবাদিক নরেশ মধু, মাহফুজ আলম, রাজিউর রহমান রুমী, এস এম মাহবুব আলম, রিজভী জয়, আজকের পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি খোন্দকার মাহবুবুল হক দুদু, সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক সুমন আলী প্রমুখ।
বক্তারা বলেন, বাজারে বেশ কিছু নতুন পত্রিকা এসেছে কিন্তু আজকের পত্রিকা আলাদাভাবে জাত চিনিয়েছে। সংবাদে বৈচিত্র্য, নিজেদের স্বতন্ত্র ধারা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠক মহলের মন কেড়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জি কে সাদী, আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, আহমেদ হুমায়ুন কবির তপু, সরোয়ার উল্লাস, কলিট তালুকদার, মুস্তাফিজ রাসেল, পার্থ হাসান, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আবুল কালাম আজাদ, আরিফ আহমেদ সিদ্দিকী, পাভেল মৃধা, প্রবীর কুমার সাহা, সুশান্ত কুমার সরকার, মনিরুজ্জামান শিপন, সবুজ মোল্লা, ফজলুল হক, পারভীন সরকার, শামসুল আলম, সেলিম মোর্শেদ রানা, নবী নেওয়াজ, পলাশ হোসাইন, আজকের পত্রিকার চাটমোহর প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য তুষার, সাঁথিয়া প্রতিনিধি আবুল কাশেম, আটঘরিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রানা, ভাঙ্গুড়া প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে