Ajker Patrika

শাজাহানপুরে আলু বীজের দাম বেশি রাখায় ১ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  
শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্সে অভিযান চালাচ্ছেন প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা
শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্সে অভিযান চালাচ্ছেন প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

মণ্ডল ট্রেডার্স বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আলু বীজ ডিলার। জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন, মণ্ডল ট্রেডার্সের মালিক সাহাদত হোসেন ও বিক্রয় প্রতিনিধি আরিফুর রহমান।

জরিমানার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মণ্ডল ট্রেডার্স নির্ধারিত মূল্যের চেয়ে আলু বীজের দাম বেশি নেওয়া হচ্ছে। ওই ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।

জান্নাতুল নাইম আরও বলেন, অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই। পরে প্রতিষ্ঠানের মালিক সাহাদত হোসেন এবং বিক্রয় কর্মী আরিফুর রহমান দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত