Ajker Patrika

পুঠিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৪

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
পুঠিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৪

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্রচারণা নিয়ে পুঠিয়ায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ উভয় পক্ষের ৪ জনকে আটক করেছে।

পরে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলছে, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বানেশ্বর বাজারে পোস্টার লাগাচ্ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমানের সমর্থকেরা। এ সময় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে ডিস কালামের সমর্থকেরাও বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছিলেন। একপর্যায়ে কয়েকটি স্থানে ওবায়দুর রহমানের পোস্টারের ওপর কালামের লোকজন পোস্টার লাগিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন কর্মী সমর্থকেরা আহত হয়েছেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ কয়েকজনকে ধরে নিয়ে যায়। 

পুঠিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০ জন হয়েছেন এবং ৪ জনকে আটক করেছে পুলিশএ বিষয়ে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দলের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।’

জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রুপের উত্তেজনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় আনা হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ দেননি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত