বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তাঁর ভাই গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

বগুড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার সকাল ৭টার দিকে বগুড়া সদরের কদিম পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক এবং তাঁর ভাই লিটন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদিমপাড়া থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক ও তার ভাই লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ তিনটি এবং লিটনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাসহ একটি মামলা রয়েছে। 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত