Ajker Patrika

সিরাজগঞ্জে সিএনজি-লরির সংঘর্ষে দুজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সিএনজি-লরির সংঘর্ষে দুজন নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরি ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন সিএনজি চালক আবদুল হাই। তিনি শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নববিলা গ্রামের আব্দুস সালামের ছেলে। 

এ সময় মিজান নামের এক সিএনজির যাত্রী আহত হয়েছেন। তাঁকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি শহীদ পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আশিকুর রহমান জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ডমুখী একটি সিএনজি পাবনা-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শহীদ পাম্পের সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্যাংকলড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই সিএনজি আবদুল হাইসহ দুজন নিহত হন। আহত হন মিজান নামে এক সিএনজিযাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ও আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত