Ajker Patrika

নাটোরে তুর্কি শটগানসহ ১২২ রাউন্ড গুলি জব্দ

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৬: ৩৪
নাটোরে তুর্কি শটগানসহ ১২২ রাউন্ড গুলি জব্দ

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া থেকে বন্দুক, তুর্কি শটগান, রাইফেলসহ ১২২ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়ামের সামনে থেকে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার সাইফুর রহমান।

এ সময় পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া চর থেকে বিলমাড়িয়া স্টেডিয়ামের দিকে একটি মোটরসাইকেল আসছিল। এ সময় পুলিশের চেকপোস্ট মোটরসাইকেলকে সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা তিনজন একটি আরটিআর এপাচি ৪ভি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি জব্দ করে। জব্দ করা অস্ত্রের মধ্যে ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল, ১টি তুর্কি শটগান এবং ১২২ রাউন্ড গুলি ছিল।

পুলিশ সুপার আরও বলেন, এ বিষয়ে লালপুর থানায় মামলা হয়েছে। কারা নিয়ে এসেছে এসব অস্ত্র তা পুলিশ তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম, শরিফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত