নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধি
উপনির্বাচনে বিজয়ী প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য হিরো আলমকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর প্রতিক্রিয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বগুড়া-৪ সংসদীয় আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেছেন, ‘তথ্যমন্ত্রী আমার বিষয়টি বুঝতে পেরেছেন। আমার এত পরিশ্রম এবং আমার জনগণের ভোট তিনি গ্রহণ করেছেন। এ জন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ।’
আজ রোববার বিকেলে নন্দীগ্রাম পুরোনো বাজার এলাকায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় হিরো আলম এসব কথা বলেন।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ, সে অনেক ভোট পেয়েছে। তাকে এলাকার বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো অনেক কিছু বলেন। তাই তিনি কী বললেন না বললেন, তাতে কিছু আসে-যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।’
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মানুষ মনে করেন, হিরো আলম বিপুল ভোটে পাস করেছে। আমি ভোটে ফেল করিনি, পাস করেছি। আমি জনগণের মনের এমপি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, ‘সংসদকে ছোট করার জন্য নাকি নির্বাচনে দাঁড়িয়েছি। বিএনপি নাকি আমাকে ভোটে দাঁড়িয়ে দিয়েছে। তাদের এসব কথায় বোঝা যায়, তাঁরা ইচ্ছাকৃতভাবে আমার ভোটের ফলাফল কেড়ে নিয়েছেন। তাঁদের মন্তব্যে প্রকাশ পেল, ইচ্ছে করেই তাঁরা আমাকে সংসদে যেতে দিল না। আমাকে “স্যার” বলতে তাদের লজ্জা লাগবে। জনগণের টাকায় সরকারি চাকরিজীবীরা বেতন পায়, তাহলে আমাদেরকে (জনগণকে) স্যার বলবে না, কাকে “স্যার” বলবে? আমাকে যদি বিএনপি ভোটে দাঁড়িয়ে দিয়ে থাকে, তাহলে বিএনপি নেতা-কর্মীরা এই ভোটে আমার সঙ্গে ছিল না কেন? তাঁরা দেখেছেন? ওরা মিথ্যা অভিযোগ করছে।’
স্বতন্ত্র প্রার্থী হিরো আলম আরও বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই সরকার নাকি হিরো আলমের কাছে অসহায়। আমি হিরো আলম যে অসহায়, আমার এই বিচার কে করবে? সত্যের জয় সব সময় হয়। পুনরায় ভোট গণনার আবেদন করেছি। প্রয়োজনে হাইকোর্টে যাব। তানসেন (মশাল) এবং আমার মধ্যে গণভোট চাই। দেখা যাবে কে বেশি ভোট পায়। ভোটে হারলে বা জিতলেই কি! আমি জনগণের পাশে আছি, থাকব।’
উপনির্বাচনে বিজয়ী প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য হিরো আলমকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর প্রতিক্রিয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বগুড়া-৪ সংসদীয় আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেছেন, ‘তথ্যমন্ত্রী আমার বিষয়টি বুঝতে পেরেছেন। আমার এত পরিশ্রম এবং আমার জনগণের ভোট তিনি গ্রহণ করেছেন। এ জন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ।’
আজ রোববার বিকেলে নন্দীগ্রাম পুরোনো বাজার এলাকায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় হিরো আলম এসব কথা বলেন।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ, সে অনেক ভোট পেয়েছে। তাকে এলাকার বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো অনেক কিছু বলেন। তাই তিনি কী বললেন না বললেন, তাতে কিছু আসে-যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।’
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মানুষ মনে করেন, হিরো আলম বিপুল ভোটে পাস করেছে। আমি ভোটে ফেল করিনি, পাস করেছি। আমি জনগণের মনের এমপি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, ‘সংসদকে ছোট করার জন্য নাকি নির্বাচনে দাঁড়িয়েছি। বিএনপি নাকি আমাকে ভোটে দাঁড়িয়ে দিয়েছে। তাদের এসব কথায় বোঝা যায়, তাঁরা ইচ্ছাকৃতভাবে আমার ভোটের ফলাফল কেড়ে নিয়েছেন। তাঁদের মন্তব্যে প্রকাশ পেল, ইচ্ছে করেই তাঁরা আমাকে সংসদে যেতে দিল না। আমাকে “স্যার” বলতে তাদের লজ্জা লাগবে। জনগণের টাকায় সরকারি চাকরিজীবীরা বেতন পায়, তাহলে আমাদেরকে (জনগণকে) স্যার বলবে না, কাকে “স্যার” বলবে? আমাকে যদি বিএনপি ভোটে দাঁড়িয়ে দিয়ে থাকে, তাহলে বিএনপি নেতা-কর্মীরা এই ভোটে আমার সঙ্গে ছিল না কেন? তাঁরা দেখেছেন? ওরা মিথ্যা অভিযোগ করছে।’
স্বতন্ত্র প্রার্থী হিরো আলম আরও বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই সরকার নাকি হিরো আলমের কাছে অসহায়। আমি হিরো আলম যে অসহায়, আমার এই বিচার কে করবে? সত্যের জয় সব সময় হয়। পুনরায় ভোট গণনার আবেদন করেছি। প্রয়োজনে হাইকোর্টে যাব। তানসেন (মশাল) এবং আমার মধ্যে গণভোট চাই। দেখা যাবে কে বেশি ভোট পায়। ভোটে হারলে বা জিতলেই কি! আমি জনগণের পাশে আছি, থাকব।’
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
৬ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
১৫ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
২৭ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
৩২ মিনিট আগে