সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান বাবুকে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে এ মামলায় তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
আজ বুধবার দুপুরে তিনি সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এনায়েতপুর থানা আমলি আদালতের বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পি এ নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দার জানান, বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান করোনাকালীন শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও টিউশনি ফিসহ বিভিন্ন খাতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। এ বিষয়ে গভর্নিং বডির অডিট কমিটি তদন্তে টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পায়। পরে ২০২১ সালের ২ জুন আখতারুজ্জামান বাবুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
মামলার আইনজীবী নিখিল কুমার ঘোষ জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি একটি রেজল্যুশনের মাধ্যমে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দারকে বাদী করে এনায়েতপুর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারায় ক্রিমিনাল মামলা করেন। পরে মামলাটি বিজ্ঞ আদালত সরাসরি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই ওই মামলাটি প্রায় এক বছর নিবিড়ভাবে তদন্ত করে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পায়।
আইনজীবী নিখিলেশ আরও জানান, বহিষ্কৃত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে প্রতিবেদনে প্রায় সাত লাখ টাকার অভিযোগ আমলে নিয়ে ৩০ আগস্ট হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন।
সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান বাবুকে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে এ মামলায় তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
আজ বুধবার দুপুরে তিনি সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এনায়েতপুর থানা আমলি আদালতের বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পি এ নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দার জানান, বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান করোনাকালীন শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও টিউশনি ফিসহ বিভিন্ন খাতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। এ বিষয়ে গভর্নিং বডির অডিট কমিটি তদন্তে টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পায়। পরে ২০২১ সালের ২ জুন আখতারুজ্জামান বাবুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
মামলার আইনজীবী নিখিল কুমার ঘোষ জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি একটি রেজল্যুশনের মাধ্যমে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দারকে বাদী করে এনায়েতপুর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারায় ক্রিমিনাল মামলা করেন। পরে মামলাটি বিজ্ঞ আদালত সরাসরি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই ওই মামলাটি প্রায় এক বছর নিবিড়ভাবে তদন্ত করে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পায়।
আইনজীবী নিখিলেশ আরও জানান, বহিষ্কৃত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে প্রতিবেদনে প্রায় সাত লাখ টাকার অভিযোগ আমলে নিয়ে ৩০ আগস্ট হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১৫ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩৯ মিনিট আগে