সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান বাবুকে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে এ মামলায় তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
আজ বুধবার দুপুরে তিনি সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এনায়েতপুর থানা আমলি আদালতের বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পি এ নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দার জানান, বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান করোনাকালীন শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও টিউশনি ফিসহ বিভিন্ন খাতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। এ বিষয়ে গভর্নিং বডির অডিট কমিটি তদন্তে টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পায়। পরে ২০২১ সালের ২ জুন আখতারুজ্জামান বাবুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
মামলার আইনজীবী নিখিল কুমার ঘোষ জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি একটি রেজল্যুশনের মাধ্যমে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দারকে বাদী করে এনায়েতপুর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারায় ক্রিমিনাল মামলা করেন। পরে মামলাটি বিজ্ঞ আদালত সরাসরি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই ওই মামলাটি প্রায় এক বছর নিবিড়ভাবে তদন্ত করে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পায়।
আইনজীবী নিখিলেশ আরও জানান, বহিষ্কৃত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে প্রতিবেদনে প্রায় সাত লাখ টাকার অভিযোগ আমলে নিয়ে ৩০ আগস্ট হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন।
সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান বাবুকে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে এ মামলায় তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
আজ বুধবার দুপুরে তিনি সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এনায়েতপুর থানা আমলি আদালতের বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পি এ নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দার জানান, বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান করোনাকালীন শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও টিউশনি ফিসহ বিভিন্ন খাতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। এ বিষয়ে গভর্নিং বডির অডিট কমিটি তদন্তে টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পায়। পরে ২০২১ সালের ২ জুন আখতারুজ্জামান বাবুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
মামলার আইনজীবী নিখিল কুমার ঘোষ জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি একটি রেজল্যুশনের মাধ্যমে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দারকে বাদী করে এনায়েতপুর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারায় ক্রিমিনাল মামলা করেন। পরে মামলাটি বিজ্ঞ আদালত সরাসরি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই ওই মামলাটি প্রায় এক বছর নিবিড়ভাবে তদন্ত করে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পায়।
আইনজীবী নিখিলেশ আরও জানান, বহিষ্কৃত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে প্রতিবেদনে প্রায় সাত লাখ টাকার অভিযোগ আমলে নিয়ে ৩০ আগস্ট হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে