পুকুরের পানিতে ভাসছিল মরদেহ, গলায় গামছা প্যাঁচানো ছিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১২: ২৮
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৩: ২৯
Thumbnail image
প্রতীকী ছবি

রাজশাহীতে পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। ওই ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো ছিল।

আজ বুধবার সকালে নগরের শিরোইল এলাকার রেল কলোনি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুকুরের পাড়ে পানিতে ভাসছিল লাশটি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

দুপুর ১২টা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয়ও পায়নি পুলিশ। লাশটি নগরের চন্দ্রিমা থানায় রাখা ছিল। নিহত ব্যক্তির বয়স হতে পারে ৩৫ থেকে ৪০ বছর। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, স্থানীয়রা পুকুরপাড়ে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

ওসি জানান, মৃত ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। তবে গলায় চাপ দেওয়া কিংবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি। মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

নিহত ব্যক্তির গলায় তুলসীমালা আছে, যা সাধারণত হিন্দু সম্প্রদায়ের মানুষ পরে থাকে। তাঁর নাম-ঠিকানা ও পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উপাচার্যের সঙ্গে ‘বাগ্‌বিতণ্ডা,’ ঢাবি ছাত্রদলের ৪ নেতাকে শোকজ

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসুর বাড়িতে হামলা, বাবা-মাকে কুপিয়ে জখম

৬ জানুয়ারি ফরিদপুরে সমাবেশ করবেন সারজিস-হাসনাত

আ.লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি জামায়াতের, থানা থেকে ছাড়াতে তদবির

জিম্বাবুয়ের বিপক্ষেই এবার আফগানের রেকর্ড ভাঙলেন আফগান ক্রিকেটার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত