প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা পরিস্থিতিতে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্য এক স্বপ্ন বাসা বেঁধেছে তাদের মনে। কলাগাছ থেকে সুতো তৈরি করবে তাঁরা। তাদেরই একজন মোহন মিয়া। তিনি ইউটিউবে কলাগাছ থেকে সুতো তৈরির কৌশলটি দেখে উদ্বুদ্ধ হন।
বিষয়টি অন্য তিন বন্ধুর সঙ্গে শেয়ার করেন। মোহন ও শামীম লেখাপড়া করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলোজির শেষ বর্ষে। তানজিরুল ইসলাম নাইম রসায়নে অনার্স করছেন ঢাকার তিতুমীর কলেজে। অন্যজন নাঈমুর রহমান লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। স্বপ্ন বুনতে চার বন্ধু চলে আসেন নিজের ভিটা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরগিরিশের গুয়াহখোড়া গ্রামে।
প্রথমে তারা ময়মনসিংহ থেকে ফাইবার এক্সট্রাকশন মেশিন ৪০হাজার টাকা মূল্যে কিনে আনেন। এরই মধ্যে পুরো চরাঞ্চলে ছড়িয়ে পড়ে কলাগাছ থেকে সুতো তৈরির ঘটনাটি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সুতো তৈরি দেখতে আসলে উৎসাহ বাড়তে থাকে চার বন্ধুর। তাদের এই কাজে মুগ্ধ হয়ে ওই গ্রামের ওয়াহাব নামের একজন তাদের পাশে দাঁড়ান। তিনি একটি বড় টিনের ঘর তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেন।
এরপর কলাবাগান থেকে কলার কাদি কাটার পরে ফেলে দেওয়া কলাগাছ আনা হয়। লম্বা করে কেটে প্রসেস করা হয় সেগুলি। তারপর মূল মেশিন চালু করে সেখানে কলাগাছের ওই লম্বা অংশ ধরা হয়। আর আরেক পাশ দিয়ে সুতো হয়ে তা বের হয়। এই সুতো রোদে শুকালে ধারণ করে সোনালী বর্ণ। এভাবে প্রতিদিন ৩০-৩৫ কেজির মতো সুতো উৎপাদন করেন তাঁরা।
উদ্যোক্তা নাইম জানান, প্রতিদিন চরের নানা প্রান্ত থেকে ঘোড়ার গাড়ি যোগে কলাগাছগুলো বিনামূল্যে সংগ্রহ করে আনা হয়। গাড়ি প্রতি ভাড়া দিতে হয় দুইশ টাকা। দিনে প্রায় চার থেকে পাঁচটি গাড়িতে করে কলাগাছ আনা হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় পরিবহণ ব্যয় অনেক বেশি।
উৎপাদিত সুতা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, এখনো সুতা বিক্রি শুরু হয়নি। তবে ময়মনসিংহের এক উদ্যোক্তা ২৫০টাকা কেজি দরে ক্রয় করতে চেয়েছেন। আবার ঢাকার এক পার্টিও সুতো নেয়ার আগ্রহ দেখিয়েছেন। এ পর্যন্ত দেড়শ কেজি সুতো উৎপাদন হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তারা।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবরটি নিঃসন্দেহে ভালো। কলাগাছের অবশিষ্টাংশ উৎকৃষ্ট জৈব সার। এ বিষয়ে সরকারি প্রণোদনার জন্যে চেষ্টা করবো।’
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা পরিস্থিতিতে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্য এক স্বপ্ন বাসা বেঁধেছে তাদের মনে। কলাগাছ থেকে সুতো তৈরি করবে তাঁরা। তাদেরই একজন মোহন মিয়া। তিনি ইউটিউবে কলাগাছ থেকে সুতো তৈরির কৌশলটি দেখে উদ্বুদ্ধ হন।
বিষয়টি অন্য তিন বন্ধুর সঙ্গে শেয়ার করেন। মোহন ও শামীম লেখাপড়া করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলোজির শেষ বর্ষে। তানজিরুল ইসলাম নাইম রসায়নে অনার্স করছেন ঢাকার তিতুমীর কলেজে। অন্যজন নাঈমুর রহমান লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। স্বপ্ন বুনতে চার বন্ধু চলে আসেন নিজের ভিটা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরগিরিশের গুয়াহখোড়া গ্রামে।
প্রথমে তারা ময়মনসিংহ থেকে ফাইবার এক্সট্রাকশন মেশিন ৪০হাজার টাকা মূল্যে কিনে আনেন। এরই মধ্যে পুরো চরাঞ্চলে ছড়িয়ে পড়ে কলাগাছ থেকে সুতো তৈরির ঘটনাটি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সুতো তৈরি দেখতে আসলে উৎসাহ বাড়তে থাকে চার বন্ধুর। তাদের এই কাজে মুগ্ধ হয়ে ওই গ্রামের ওয়াহাব নামের একজন তাদের পাশে দাঁড়ান। তিনি একটি বড় টিনের ঘর তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেন।
এরপর কলাবাগান থেকে কলার কাদি কাটার পরে ফেলে দেওয়া কলাগাছ আনা হয়। লম্বা করে কেটে প্রসেস করা হয় সেগুলি। তারপর মূল মেশিন চালু করে সেখানে কলাগাছের ওই লম্বা অংশ ধরা হয়। আর আরেক পাশ দিয়ে সুতো হয়ে তা বের হয়। এই সুতো রোদে শুকালে ধারণ করে সোনালী বর্ণ। এভাবে প্রতিদিন ৩০-৩৫ কেজির মতো সুতো উৎপাদন করেন তাঁরা।
উদ্যোক্তা নাইম জানান, প্রতিদিন চরের নানা প্রান্ত থেকে ঘোড়ার গাড়ি যোগে কলাগাছগুলো বিনামূল্যে সংগ্রহ করে আনা হয়। গাড়ি প্রতি ভাড়া দিতে হয় দুইশ টাকা। দিনে প্রায় চার থেকে পাঁচটি গাড়িতে করে কলাগাছ আনা হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় পরিবহণ ব্যয় অনেক বেশি।
উৎপাদিত সুতা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, এখনো সুতা বিক্রি শুরু হয়নি। তবে ময়মনসিংহের এক উদ্যোক্তা ২৫০টাকা কেজি দরে ক্রয় করতে চেয়েছেন। আবার ঢাকার এক পার্টিও সুতো নেয়ার আগ্রহ দেখিয়েছেন। এ পর্যন্ত দেড়শ কেজি সুতো উৎপাদন হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তারা।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবরটি নিঃসন্দেহে ভালো। কলাগাছের অবশিষ্টাংশ উৎকৃষ্ট জৈব সার। এ বিষয়ে সরকারি প্রণোদনার জন্যে চেষ্টা করবো।’
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
১০ মিনিট আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৪০ মিনিট আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
২ ঘণ্টা আগে