ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় খারিতা গ্রামের প্রেমিক যুগল একযোগে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৮) গতকাল সোমবার (৮ এপ্রিল) ভোরের দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর সোমবার দিবাগত রাত রাত আড়াইটায় প্রেমিকা তাজমিন আক্তার (১৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মুরাদ শেখ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে। তিনি পার্শ্ববর্তী বড়তারা উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আর তাজমিন আক্তার একই গ্রামের তোজাম খাঁর মেয়ে এবং বাঁকিলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ শেখের সঙ্গে একই গ্রামের তাজমিন আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুই পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি। একপর্যায়ে মুরাদকে তাঁর পরিবার মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। ২১ এপ্রিল তাঁর ফ্লাইট ছিল। তাই ধারণা করা হচ্ছে, পরিবারের অনড় অবস্থানে হতাশ হয়ে তারা দুজনে পরিকল্পনা করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী, ৪ এপ্রিল তারা নিজ নিজ বাড়িতে বিষপান করে। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে।
গত রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে মুরাদকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। ওই রাতেই তাজমিন আক্তারও অসুস্থ হয়ে পড়ে। তাকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৯ এপ্রিল) রাত আড়াইটায় তাজমিনের মৃত্যু হয়।
মুরাদের বাবা দোলন শেখ বলেন, ‘ছেলে বেকার, চাকরিবাকরি কিছু করে না। এ জন্য আমরা কেউই বিয়েতে রাজি ছিলাম না। ওর জন্য পাসপোর্ট ভিসা রেডি করা ছিল। কিন্তু বিদেশ যাওয়ার জন্য চাপ ছিল না।’
এ ব্যাপারে ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘মুরাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাজমিনের মৃত্যুর বিষয়টিও শুনেছি। মুরাদের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় খারিতা গ্রামের প্রেমিক যুগল একযোগে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৮) গতকাল সোমবার (৮ এপ্রিল) ভোরের দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর সোমবার দিবাগত রাত রাত আড়াইটায় প্রেমিকা তাজমিন আক্তার (১৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মুরাদ শেখ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে। তিনি পার্শ্ববর্তী বড়তারা উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আর তাজমিন আক্তার একই গ্রামের তোজাম খাঁর মেয়ে এবং বাঁকিলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ শেখের সঙ্গে একই গ্রামের তাজমিন আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুই পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি। একপর্যায়ে মুরাদকে তাঁর পরিবার মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। ২১ এপ্রিল তাঁর ফ্লাইট ছিল। তাই ধারণা করা হচ্ছে, পরিবারের অনড় অবস্থানে হতাশ হয়ে তারা দুজনে পরিকল্পনা করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী, ৪ এপ্রিল তারা নিজ নিজ বাড়িতে বিষপান করে। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে।
গত রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে মুরাদকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। ওই রাতেই তাজমিন আক্তারও অসুস্থ হয়ে পড়ে। তাকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৯ এপ্রিল) রাত আড়াইটায় তাজমিনের মৃত্যু হয়।
মুরাদের বাবা দোলন শেখ বলেন, ‘ছেলে বেকার, চাকরিবাকরি কিছু করে না। এ জন্য আমরা কেউই বিয়েতে রাজি ছিলাম না। ওর জন্য পাসপোর্ট ভিসা রেডি করা ছিল। কিন্তু বিদেশ যাওয়ার জন্য চাপ ছিল না।’
এ ব্যাপারে ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘মুরাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাজমিনের মৃত্যুর বিষয়টিও শুনেছি। মুরাদের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৭ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৬ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৬ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে