শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের বারুনিঘাট এলাকায় মধ্যরাতে বাড়িতে ঢুকে তিন সদস্যকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাড়ির মালিক বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক আফজাল হোসেন, তাঁর স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেন। বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
ঘটনা সম্পর্কে আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ (শনিবার) রাত ১২টার দিকে আমি ঘুমাতে যাই। মেয়ে ল্যাপটপে কিছু করছিল তখন। হঠাৎ মেয়ের ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে আমার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। আমি দ্রুত মেয়ের ঘরে যাই। দেখি জিনসের প্যান্ট এবং হাফহাতা গেঞ্জি পরা স্বাস্থ্য ভালো এক যুবক আমার মেয়ের গলা টিপে ধরেছে। আমার স্ত্রী অজ্ঞাত ওই যুবককে সরিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। এতে যুবক মেয়েকে ছেড়ে দিয়ে একটি হাতুড়ি দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করেন। এর পর কাছে থাকা ছুরি দিয়ে আমার স্ত্রী, মেয়ে এবং আমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।’
আফজাল হোসেন জানান, তিনি ওই যুবককে ধরার চেষ্টা করেন। এ সময় ওই যুবক বলেন, ‘আমাকে ধরে কী করবেন? নিচে আমাদের অনেক লোক আছে। তারা আপনাদের খেয়ে ফেলবে।’ এর পর তিনি ওই যুবককে ধরার চেষ্টা থেকে বিরত হয়ে চিৎকার করে প্রতিবেশীর সাহায্য চাইতে থাকেন। তিনি বলেন, ‘বাইরে তাদের আরও লোক ছিল কি-না, তা বলতে পারছি না।’
আফজাল হোসেনর প্রতিবেশীরা বলেন, শনিবার রাত ১২টার দিকে তাঁরা আফজাল হোসেনের বাড়ি থেকে চিৎকার শোনেন। ঘর থেকে বেরিয়ে তাঁরা কাউকে দেখতে পাননি। পরে বাড়ির ভেতরে ঢুকে তাঁদের রক্তাক্ত দেখে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেন তাঁরা।
এ বিষয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা চলছে।
বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের বারুনিঘাট এলাকায় মধ্যরাতে বাড়িতে ঢুকে তিন সদস্যকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাড়ির মালিক বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক আফজাল হোসেন, তাঁর স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেন। বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
ঘটনা সম্পর্কে আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ (শনিবার) রাত ১২টার দিকে আমি ঘুমাতে যাই। মেয়ে ল্যাপটপে কিছু করছিল তখন। হঠাৎ মেয়ের ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে আমার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। আমি দ্রুত মেয়ের ঘরে যাই। দেখি জিনসের প্যান্ট এবং হাফহাতা গেঞ্জি পরা স্বাস্থ্য ভালো এক যুবক আমার মেয়ের গলা টিপে ধরেছে। আমার স্ত্রী অজ্ঞাত ওই যুবককে সরিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। এতে যুবক মেয়েকে ছেড়ে দিয়ে একটি হাতুড়ি দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করেন। এর পর কাছে থাকা ছুরি দিয়ে আমার স্ত্রী, মেয়ে এবং আমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।’
আফজাল হোসেন জানান, তিনি ওই যুবককে ধরার চেষ্টা করেন। এ সময় ওই যুবক বলেন, ‘আমাকে ধরে কী করবেন? নিচে আমাদের অনেক লোক আছে। তারা আপনাদের খেয়ে ফেলবে।’ এর পর তিনি ওই যুবককে ধরার চেষ্টা থেকে বিরত হয়ে চিৎকার করে প্রতিবেশীর সাহায্য চাইতে থাকেন। তিনি বলেন, ‘বাইরে তাদের আরও লোক ছিল কি-না, তা বলতে পারছি না।’
আফজাল হোসেনর প্রতিবেশীরা বলেন, শনিবার রাত ১২টার দিকে তাঁরা আফজাল হোসেনের বাড়ি থেকে চিৎকার শোনেন। ঘর থেকে বেরিয়ে তাঁরা কাউকে দেখতে পাননি। পরে বাড়ির ভেতরে ঢুকে তাঁদের রক্তাক্ত দেখে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেন তাঁরা।
এ বিষয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা চলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
২ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
২ ঘণ্টা আগে